যাদবপুরের মুকুটে ফের জুড়ল সাফল্যের নয়া পালক 

0
10

কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাথায় ফের জুড়ল নতুন পালক। এবার বিশ্বের দরবারের স্বীকৃতি পেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ। সম্প্রতি আরও একাধিক ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে কলকাতা ৩২ এ অবস্থিত এই বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন : পাঞ্জাবে সিধুর জায়গায় অমরিন্দরকে সভাপতি করল কংগ্রেস 

- Advertisement -

বিশ্বের ৫০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম পাঁচে জায়গা করে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ। QS র‍্যাঙ্কিংয়ে যাদবপুর প্রথম পাঁচে নিজেদের জায়গা করে নিয়েছে। এছাড়াও প্রথম পাঁচে যাদবপুর ছাড়া রয়েছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, আইআইটিবি এবং আইআইটিডি। 

আরও পড়ুন : বিরোধীদের একত্রিত করার প্রচেষ্টা এখনও বাস্তবায়িত হয়নি, মত কংগ্রেসের জোট সঙ্গীর 

বাংলা থেকে আর কোনও শিক্ষা প্রতিষ্ঠান প্রথম পাঁচে আসতে পারেনি। অনেকের মতে, এতদিন যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগ বেশি করে সমাদৃত হতো বিশ্বের দরবারে, কিন্তু এই ঘটনা বিশ্বের দরবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের শ্রেষ্ঠত্বকেও তুলে ধরেছে। এই খবর আসার পর থেকেই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করছেন যাদবপুরের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। কেউ কেউ সামাজিক মাধ্যমে লিখছেন, অনেকেই বলতেন যাদবপুরে পড়াশুনা হয় না শুধুমাত্র রাজনীতি হয়, সেই ধারণাও ভাঙল এবার এই স্বীকৃতির মধ্য দিয়ে।