সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা, বৃষ্টির সম্ভবনা বঙ্গে

0
46
weather

কলকাতা: চলতি বছরে ইতিমধ্যে মার্চের ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী৷ এরই মধ্যে সপ্তাহ শেষে শনিবার তাপমাত্রা আরও বাড়বে৷ এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ সেই সঙ্গে আজ অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গে ও আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সুখবর শোনাল হাওয়া অফিস৷

শুক্রবার দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে৷ উত্তরের পার্বত্য এবং মালদহ, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বেলা বাড়লে বাড়বে গরম৷ শুরু হবে অস্বস্তি৷ শনিবার থেকে ক্রমশ আরও ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের পারদ৷ অন্যদিকে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

- Advertisement -

হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। হালকা বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তবে আগামী ১৫ তারিখ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

সেই সময় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। বদলাবে কলকাতার আবহাওয়াও। ফলে ১৫ থেকে ১৭ মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও কিছুটা কমবে। স্বস্তি পাবে রাজ্যবাসী। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। যদিও ততদিন সইতে হবে ভ্যাপসা গরম এবং শুষ্ক আবহাওয়া।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস৷ এই তাপমাত্রা বর্তমান সময়ের স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি৷ দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে সামান্য কমে ৩২.২ ডিগ্রি হবে। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৫ থেকে ৮০ শতাংশ হবে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম৷