অমিতাভ-অনুপম-বোমান’কে নিয়ে ফিরছে ‘Uunchai’, ছবি মুক্তি কবে জানেন

0
49

বিনোদন ডেস্ক : সুখবর ! অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি’ তিন সুপারস্টার এবার এক ফ্রেমে। ছবির নাম ‘উঁচাই’ (Uunchai)। সূরত বরজাতিয়া (Sooraj Barjatya) পরিচালনায় মুক্তি পাবে ছবি। পারিবারিক ভিত্তিক ছবি ‘উঁচাই’ (Uunchai)। এদিন প্রকাশ্যে এল মুক্তি তারিখ।

আরও পড়ুন : জামিনের আবেদন খারিজ করে অর্পিতাকে এক দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত

- Advertisement -

রাজশ্রী প্রোডাকশনের তরফ থেকে মুক্তি পাবে ছবি। এদিন প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি পোস্টার মুক্তি পায়। আগামী ১১.১১.২২-এ প্রেক্ষাগৃহে দাপট দেখাবে ছবি। ছবিতে অভিনয় করতে দেখা যাবে, অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমন ইরানি, নীনা গুপ্তা, সারিকার মতো নক্ষত্র দের। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, পরিণীতি চোপড়া, নাফিসা আলি সোধি এবং ড্যানি ডেনজোংপা’কে।

আরও পড়ুন : Kargil Vijay Diwas: কার্গিল বিজয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মোদী-শাহ-রাজনাথ-রাহুল সহ শীর্ষ রাজনৈতিক নেতারা

পারিবারিক গল্প বলবে ‘উচাই’। ২০২১-এ অক্টবরের দিকে শুরু হয় ছবির শ্যুটিং। ২০২২ সালের এপ্রিলে শেষ হয় শ্যুটিং-এর কাজ। দীর্ঘ সময়ের পর এক ফ্রেমে তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে। এছাড়া দীর্ঘ সাত বছর পর ‘উচাই’-এর হাত ধরেই পরিচালনায় ফিরছেন সূরজ বরজাতিয়া। সব মিলিয়ে টান টান উত্তেজনা।