UP Election 2022: যোগী সরকারের হয়ে ‘ভোট-ভিক্ষা’ Kangana Ranaut এর

0
30

পূর্বাশা দাস: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এবং বিতর্ক যেন হাত ধরাধরি করে হাঁটে। কঙ্গনার একের পর এক মন্তব্যের জন্য প্রায়শই বিতর্ক সৃষ্টি হয়। দেশের যে কোনও ইস্যু নিয়েই মন্তব্য করেন কঙ্গনা। আর সেই মন্তব্য বেশিরভাগ সময়ই বিতর্কিত হয়ে থাকে। যার জেরে নিন্দার ঝড় বয়ে যায়।

বিভিন্ন সময় কেন্দ্রের বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতা করে থাকেন কঙ্গনা। বলিউড ক্যুইন কঙ্গনার মুখে মোদি সরকারের স্তুতি কারও অজানা নয়। সদ্য কঙ্গনা তার ইনস্টা স্টোরিতে একটি রিল শেয়ার করেন। যেখানে সরাসরি তিনি উত্তরপ্রদেশের যোগী সরকারের হয়ে ভোট ভিক্ষা করলেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সেই ভিডিওতে বলেছেন, “সকলেই জানেন উত্তরপ্রদেশের ভোট পর্ব চলছে। সেখানে ভোটই হতে পারে নাগরিকদের একমাত্র হাতিয়ার।” কঙ্গনার মতে, সুষ্ঠু নাগরিক পরিষেবার জন্য যোগী সরকারের ওপরই ভরসা রাখা উচিত।

- Advertisement -

https://instagram.com/stories/kanganaranaut/2776266202311485821?utm_source=ig_story_item_share&utm_medium=share_sheet

বলি ক্যুইন আরও বলেন, “এই ভোটের কুরুক্ষেত্রে একমাত্র হাতিয়ার হতে পারে ভোট। আমাদের যোগী সরকারকে আবার ক্ষমতায় নিয়ে আসা উচিত। আর তার জন্য ‘ভর্ ভর্ কে’ ভোট দেওয়া উচিত।”

তবে কেন্দ্রের বিজেপি সরকারের কার্যকলাপে অসন্তোষও প্রকাশ করেছিলেন কঙ্গনা। কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি বিল (Farm Laws) প্রত্যাহার প্রসঙ্গে মুখ খুলেছিলেন কঙ্গনা। বরাবর বিজেপি ঘেঁষা সদ্য পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিল প্রত্যাহারের ঘটনায় মোটেও খুশি হননি। কৃষি বিল প্রত্যাহার প্রসঙ্গে কঙ্গনা ‘জিহাদী দেশ’, ‘খলিস্তানি জঙ্গি মতো শব্দ ব্যবহার করেছিলেন। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি জঙ্গি’ বলে অভিহিত করেছিলেন। কিষাণ মোর্চার লাগাতার আন্দোলনকে ‘খলিস্তানি আন্দোলন’ বলেও আখ্যা দিয়েছিলেন কঙ্গনা রানাউত।