ট্রোলারদের মুখ বন্ধ করতে বড় সিদ্ধান্ত নিলেন Uorfi Javed

0
31

বিনোদন ডেস্ক : পোশাক বিতর্ক যেন উরফির কাছে জল-ভাত সমান। যাই পরেন তাতেই ট্রোল হয়ে যান। যদিও ট্রোলিং অবধি সবটা থেমে থাকে না, চরম কটুক্তির পাশাপাশি চলে খুনের হুমকি। হাজার বার প্রতিবাদ করেও হয়নি কাজ। অবশেষে ট্রোলারদের চিরকালের জন্য মুখ বন্ধ করতে বড় সিদ্ধান্ত নিলেন বিগ বস প্রতিযোগী।

বেশ কিছুদিন আগে একটি নীল রঙের পোশাকে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। বরাবরের মতো এবারেও তাঁর পোশাক ছিল রিভিলিং। সেখানেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ট্রোলারদের মুখ বন্ধ করতে কি করবেন তিনি। তারপরেই তিনি বলে ওঠেন, “কি আর করব একদিন কাপড় পরাই ছেড়ে দেব”। নিছক মজার ছলেই একথা বলেন উরফি।

- Advertisement -

আপাতত সফলতার চূড়ায় বসে বলি অভিনেত্রী উরফি জাভেদ। কিছুদিন আগেই গুগলের ‘মোস্ট সার্চড এশিয়ান উওম্যান’-এর তালিকায় কিয়ারা আডভানী (Kiara Advani), জাহ্নবী কাপুর (Janhavi Kapoor)-দের মতো তাবড় নায়িকাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন অভিনেত্রী।শুধু তাই নয়, অভিনেত্রীর প্রশংসায় মেতেছেন করণ জোহর, রণবীর সিং থেকে শুরু করে হলিউড ফ্যাশন ডিজাইনার হ্যারিস রিড। রণবীর উর্ফিকে ‘ফ্যাশন আইকন’-এর তকমা দিয়েছেন।