TMKOC: ধারাবাহিক ছেড়েছেন বহুদিন, এখনও বাকি পারিশ্রমিক, বিস্ফোরক জনপ্রিয় অভিনেত্রী

0
32

বিনোদন ডেস্ক: ‘তারাক মেহতাকা উল্টা চাশমা’- টিভির পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক। দীর্ঘ কয়েক বছর ধরে দর্শকদের মন জয় করে আসছে। তবে বিগত কিছু সময়ে এই ধারাবাহিকের বহু চরিত্র বদল ঘটেছে। এবার তাঁদেরই মধ্যে একজন পারিশ্রমিক বাকি থাকার অভিযোগ তুললেন।

নেহা মেহতা, টানা ১২ বছর ধরে ‘তারাক মেহতাকা উল্টা চাশমা’-য় অঞ্জলি তারাক মেহতার চরিত্রে অভিনয় করছিলেন। ২০২০ সালে ধারাবাহিক থেকে সরে এসেছেন তিনি। এরপর তাঁর জায়গা নিয়েছেন সুনয়না ফৌজদার। নেহার অভিযোগ, ‘ধারাবাহিক ছাড়ার আগে ১২ বছর অঞ্জলি চরিত্রে অভিনয় করেছি। ২০২০ সালের পর কেটে গিয়েছে দু বছর। কিন্তু এখনও শেষ ছয় মাসের পারিশ্রমিক এখনও হাতে এসে পৌঁছায়নি। তাদের সঙ্গে অনেকবার যোগাযোগ করেছি। আশা করছি তাঁরা দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং আমি আমার পরিশ্রম দিয়ে উপার্জন করা টাকা পেয়ে যাব।’

- Advertisement -