২০২১ এ মা হলেন এই টলিউড অভিনেত্রীরা

0
178

অর্পিতা দাস: ২০২১ এ মা হ‌ওয়ার পরম আনন্দ উপভোগ করেছেন একাধিক অভিনেত্রীরা। নতুন করে ভালো থাকার খুশি থাকার রসদ খুঁজে পেয়েছেন তারা, বছরের শেষ দিনে দেখে নেওয়া যাক এই বছরের নতুন মা হলেন কারা।

এই বছর প্রথম মা হ‌ওয়ার সুখবর দেন অভিনেত্রী মধুবনী গোস্বামী, ৯ এপ্রিল ছেলে কেশবের জন্ম দেন মধুবনী এবং এই দারুন সুখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌছে দিয়েছিলেন অভিনেতা রাজা গোস্বামী।

এরপর ঠিক চার মাস বাদে মা হওয়ার খবর দেন অভিনেত্রী শ্রাবন্তি বন্দ্যোপাধ্যায়। ৭ জুলাই পুত্র সন্তান রিশানের জন্ম দেন শ্রাবন্তী, শরীরচর্চা, গল্পের বই নিয়ে মাতৃত্ব দারুণ উপভোগ করেছেন শ্রাবন্তী। সবচেয়ে বড় ব্যাপার, সন্তান জন্ম দেওয়ার কয়েক মাসের মধ্যেই আবারো পুরনো চেহারায় ফিরে এসেছেন শ্রাবন্তী।

এই মাসেই আবার তারকা দম্পতি শুভজিৎ কর এবং প্রিয়ম চক্রবর্তীর জীবনে আসে তাদের ভালবাসার চিহ্ন, ১৬ জুলাই পুত্র সন্তানের জন্ম দেন প্রিয়ম। প্রথম দিকেই সুখবর না জানালেও প্রিয়ম হঠাৎ করেই মিঠাই ধারাবাহিক ছেড়ে দেওয়ার কারণে অনেকেই ভেবেছিলেন সম্ভবত সুখবর দিতে চলেছেন প্রিয়ম। পুত্র সন্তানকে নিয়ে কিছুদিন আগে বিবাহ বার্ষিকী উদযাপন করলেন প্রিয়ম-শুভজিৎ।

২৬ আগস্ট মা হন বহুচর্চিত অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। সন্তানের পিতৃপরিচয় নিয়ে নানান প্রশ্ন থাকলেও সন্তানের জন্মের পর নুসরত বুঝিয়ে দিয়েছিলেন কে ঈশানের বাবা। ক্রিসমাস থেকে বছরের শেষ দিন ছোট্ট ঈশানকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। প্রসঙ্গত, বছর শেষে শহরে নয়, গোয়াতে সময় কাটাচ্ছেন যশ নুসরত।

এই বছরের শেষ মাসে মা হলেন করুণাময়ী রানী রাসমণি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য বোস, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর দিয়েছিলেন নতুন বাবা পরিচালক শমীক বোস। তবে সন্তানের ছবি এখনো প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। অন্তঃসত্ত্বা হওয়ার পর করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিক থেকে বেরিয়ে আসেন তনুশ্রী। তবে নতুন বছরে ছেলেও সংসার সামলে নিশ্চয়ই কাজে ফিরবেন তনুশ্রী- এমনটাই আশা করছেন তাঁর অনুরাগীরা।

পুত্র সন্তান দের নিয়ে বছরের শেষ দিন টা একদম নতুন ভাবে উদযাপন করছেন নতুন তারকা মায়েরা। তাই ২০২১ এ টলিউডে নানান খারাপ খবর এর মধ্যেও খুশি এনে দিয়েছেন এই অভিনেত্রীরা।

- Advertisement -