‘পাগলু থোরাসা করলে রোম্যান্স’ গানের তালে মাতল টলিউডের নবীন প্রজন্ম

0
63

বিনোদন ডেস্ক: দেব অভিনীত গানের সঙ্গে চলছে নাচ। আর নাচের তালে মেতেছেন টলিউডের তরুণ প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা। ভিডিও দেখে মনে হতেই পারে আসন্ন কোনও ছবির মহড়া। আবার নতুন কোনও মিউজিক ভিডিও মনে হতে পারে। তবে তার একটাও নয়। কিন্তু এটা একটা হাইস পার্টি ভিডিও।

আরও পড়ুন: জন্মদিনে প্রিয় বন্ধুকে ভালোবাসায় ভরিয়ে দিলেন টেলি অভিনেত্রী

- Advertisement -

ভিডিওটিতে রয়েছেন একদল বন্ধু। ঋদ্ধি সেন, সোহম মজুমদার, উজান গঙ্গোপাধ্যায়, সৌরসেনী মৈত্র ও ঋতব্রত মুখোপাধ্যায় সহ আরও অনেকে। ‘পাগলু থোরাসা করলে রোম্যান্স’ গানের তালে পা মিলিয়েছেন সকলে।

অভিনেত্রী গায়িকা সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও তিনি ছিলেন শুধুমাত্র দর্শকের ভূমিকায়। ঋদ্ধি, উজান, ঋতব্রত, সুরঙ্গনার বন্ধুত্ব বহুদিনের। এমনকী ঋদ্ধি-সুরঙ্গনাও নিজেদের প্রেমিক-প্রেমিকার বদলে বন্ধু বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। তাদের ফ্রেমবন্দি বন্ধুত্বের মুহূর্ত মাঝেমধ্যেই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী সৌরসেনী মৈত্র‌ও পাল্লা দেন তাদের সঙ্গে। ‘ওপেন টি বায়োস্কোপ’ ছবির সূত্রে গড়ে ওঠা বন্ধুত্ব বাস্তবে আজ‌ও অটুট।