টুইটারে নিজের ফলোয়ার সংখ্যায় বিরাট ধস, কারণ জানতে চাইলেন অভিনেতা

0
51

পূর্বাশা দাস: বলিউড অভিনেতাদের প্রায় সকলেই জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটার ব্যবহার করেন। অভিনেতাদের গুণমুগ্ধরা টুইটারে তাঁদেরকে ফলোও করেন। তাঁদের ফলোয়ারের সংখ্যা অসংখ্য। কিন্তু এবার এক বলি অভিনেতার ফলোয়ারের সংখ্যা অস্বাভাবিক হারে কমে গেল।

সম্প্রতি অভিনেতা অনুপম খেরের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা হু হু করে কমতে থাকে। এর কারণ জানতে চেয়েছেন তিনি। মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে তাঁর ৮০ হাজার ফলোয়ার কমেছে বলে দাবি করেছেন অনুপম খের।

- Advertisement -

 

অনুপম খের টুইটার ও টুইটার ইন্ডিয়াকে ট্যাগ করে লেখেন, “মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে আমার ফলোয়ারের সংখ্যা ৮০ হাজার কমেছে। এটা আপনাদের অ্যাপের কোন যান্ত্রিক গোলযোগ না অন্য কিছু বিষয় সে দৃশ্য বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। কোন অভিযোগ জানাচ্ছি না, এটা আমার পর্যবেক্ষণ।” কী কারণে অভিনেতার ফলোয়ার সংখ্যায় এরকম ধস নামল তার কোনও সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি।