বদলে গেল টেসের পরিচয়- সিদ্ধার্থর নতুন চ্যালেঞ্জ

0
7501

অর্পিতা দাস: প্রথমে ছিল বন্ধু, তারপর হলো বৌদিমনি, এখন আবার বস- ক্রমশই বদলাচ্ছে সিদ্ধার্থর সঙ্গে তোর্সার পরিচয়। তবে এই নতুন বসকে খুশি করাই সিদ্ধার্থর আসল চ্যালেঞ্জ।

মিঠাই এর পাশে দাঁড়ানোর জন্য অফিসে নিজের জায়গায় ইতিমধ্যেই হারিয়েছে সিদ্ধার্থ, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই সিদ্ধার্থর। তবে সিদ্ধার্থের জীবনে এটাই হতে চলেছে নতুন সমস্যা। এমন একটি সময়ের অপেক্ষাতেই ছিল টেস। এখন সিদ্ধার্থের বস হয়ে সিদ্ধার্থের ওপর ছড়ি ঘোরানোর প্ল্যান করছে টেস, ইতিমধ্যে তা শুরুও করে দিয়েছে।

সিদ্ধার্থ কে নিজের রুম থেকে বের করে সকলের সঙ্গে বসার আদেশ দিয়েছে টেস, এই পরিবেশে কাজ করা সিদ্ধার্থর জন্য অসম্ভব- কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে তুলতেই সিদ্ধার্থর পাশে রয়েছে মিঠাই। অফিসে এসেই নিজের খেল দেখানো শুরু করে দিল মিঠাই রানী। টিমের বাকিদের কাছে সিদ্ধার্থ হয়ে উঠল রাগী টিম লিডার থেকে একজন দারুন সহকর্মী। সবচেয়ে বড় কথা, সিদ্ধার্থর চোখে প্রথমবার মিঠাই এর জন্য প্রেম ধরা পরল। বৌদি হওয়ার পর টেস নিজের অজান্তেই সিদ্ধার্থের কাছে মিঠাই কে আরো বড় করে তুলেছে, এবার হয়তো বস টেসের জন্য একে অপরের কাছাকাছি আসবে সিদ্ধার্থ মিঠাই।

যদিও দর্শকেরা টেসকে কিছুতেই সিদ্ধার্থর বস হিসেবে মেনে নিতে পারছেন না, তবে বদলে যাবার সিদ্ধার্থ কে দেখে এখন দারুণ খুশি তারা। বস হয়ে সিদ্ধার্থর ওপর অনেক বেশি কাজের দায়িত্ব দিয়ে মিঠাই থেকে দূরে রাখার চেষ্টা করবে টেস, তাই এই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি সিদ্ধার্থ। কিন্তু সিদ্ধার্থ এবং মিঠাই যেখানে একসঙ্গে আছে, সেখানে যে তারা জিতবেই তা আর বলার অপেক্ষা রাখে না।

- Advertisement -