শাড়িতেই শক্তি, পরিচয় এবং ভাষা খুঁজে পেলেন তনুশ্রী

0
133

কলকাতা: করোনা আবহেই লকডাউন শেষে অভিনেতা-অভিনেত্রীরা ফিরেছেন শুটিং ফ্লোরে। নিউ নর্মালে সিনেমা থেকে ওয়েবসিরিজ,কখনও বা বিজ্ঞাপন শুটিংয়ে দেখা গিয়েছে তাঁদের। সামনে আবার দুর্গাপুজো। প্রত্যেক বছরের মতন এবছরও বিভিন্ন পত্রিকার হয়ে ফটোশুট করছেন তারকারা।

সম্প্রতি এরকমই এক ফটোশুট করতে দেখা গিয়েছিল দুর্গা সহায়ের মানসী ওরফে তনুশ্রী চক্রবর্তীকে। বাঙালি এই অভিনেত্রী বরাবরই খোলামেলা পোশাকে ঝড় তোলেন পুরুষ মনে। অভিনেত্রী নিজেই সেই ছবি শেয়ার করেছিলেন তাঁর ফেসবুক পেজে। সেখানে তাঁকে দেখা গিয়েছে ডেনিম রঙের শার্টে। তাঁর এই হট লুকের ঝড় দেখা গিয়েছিল এই ছবির কমেন্ট সেকশনে।

- Advertisement -

এবার নিজের এথনিক লুক প্রকাশ্যে আনলেন তনুশ্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের শাড়ি পরা ছবি পোস্ট করলেন অভিনেত্রী। তাঁর এই ছবিটির বিহাইন্ড দ্য লেন্সে রয়েছেন সন্দীপ ইমাজেনিস্ট। শাড়ির নেপথ্যে নামেগ হ্যান্ডওভেন। শাড়িটি একেবারেই অন্যধরনের দেখলে মনে হবে ফুল- পাতায় আঁকা এক গল্পগাঁথা। এই সবুজ শাড়িটির সঙ্গে তিনি পরেছেন লাল রঙের ব্লাউজ। কানে সবুজ রঙা ঝুমকো। তাঁকে এই সাজে সাজিয়ে তুলেছেন মেকাপ আর্টিস্ট সুরজিৎ। এই সম্পূর্ণ বিষয়টির স্টাইলিংয়ের দায়িত্বে রয়েছেন রুদ্র সাহা। ছবিটির ক্যাপশনে তনুশ্রী লিখেছেন,” একটি শাড়ি শুধুমাত্র একটি পোশাক নয়। এটি একটি শক্তি, পরিচয়, ভাষা”।

আবারও সেই হাসি, সামান্য এই সাজেই অনবদ্য হয়ে উঠেছেন নায়িকা। এই লুকে তনুশ্রীর ওপর থেকে চোখ সরানোই দায়। তাঁর এই লুক দেখে অনুরাগীরা আবারও প্রশংসায় পঞ্চমুখ।