‘ডুডু নয় দুদু’- ট্রোলারদের সঠিক বানান শেখালেন স্বস্তিকা মুখোপাধ্যায়

0
227

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ট্রোলিং এর বিরুদ্ধে কিভাবে সপাটে জবাব দিতে হয় তা আরো একবার শিখিয়ে দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বক্ষযুগল এর চলতি বানান সঠিক ভাবে শিখিয়ে দিলেন এই অভিনেত্রী।

রয়ে সয়ে ভেবেচিন্তে কথা বলা বা diplomatic answer- এর কোনোটাই স্বস্তিকা মুখোপাধ্যায়ের স্বভাবের মধ্যে পড়ে না। সোজা কথা ঘুরিয়ে বলা নয়, বরং সহজ ভাবে সঠিক জবাব দিতে জানেন স্বস্তিকা। এই কারণে তাকে অনেকে প্রতিবাদী অভিনেত্রী ও বলে থাকেন। এর আগে বহুবার বডি শেমিংয়ের শিকার হয়েছেন তিনি, তবে তা কখনোই চুপচাপ সহ্য করেন নি। তার বিরুদ্ধে কথা বলেছেন, নারীদের অসম্মানজনক কথা বললে সবসময় তার প্রতিবাদ করেছেন। এর আগেও তাঁর শারীরিক গঠন বা চেহারা নানান নোংরা মন্তব্য করা হয়েছে, তা নিয়ে কথাও বলেছেন তিনি।

এবার ট্রোলারদের সঠিক বানান শিখিয়ে তাদের মুখ বন্ধ করে দিলেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা পোস্ট করেন, ‘বলুন দুদু, ডুডু নয় কাকু, নোংরামি করতে গেলে একটু শিক্ষা লাগে কাকু।’ কতটা অশিক্ষিত হলে মহিলাদের শরীরের এই অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা লেখা যায়, এই কথা বন্ধ করা যাবে না তবে তাদের অন্তত সঠিক বানান শিখিয়ে খানিকটা শিক্ষিত করার চেষ্টা করলেন স্বস্তিকা। তাঁর এই পোস্ট দেখে প্রশংসা করেছেন বহু মানুষ।

একজন মানুষের শারীরিক গঠন নিয়ে নানান নোংরা মন্তব্য করে দারুন মজা পান বহু মানুষ, তবে স্বস্তিকার কথায়, নোংরামি করতে গেলেও সামান্য শিক্ষা লাগে, আর সেই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করলেন তিনি। অভিনেত্রী দের জন্য এই ধরনের নোংরা কমেন্ট এর মুখোমুখি হ‌ওয়া নতুন কিছু নয়। সুইম স্যুট পরার কারণে গতকাল ঠিক একই ভাবে নোংড়া মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তবে তিনিও যথার্থ উত্তর দিয়েছেন এই নোংরা মানসিকতার মানুষদের।

- Advertisement -