”গাছ বাঁচানোর লড়াই কখন সংসার বাঁচানোর লড়াইয়ে বদলে যাবে ধরতে পারবেন না”, শুরুতেই ট্রোলের মুখে Madhabilata

0
64

বিনোদন ডেস্ক : সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে স্টার জলসায় ফিরছেন বরণ-এর রুদ্রিক ওরফে সুস্মিত আর জীবন সাথি’র ঝিলম ওরফে শ্রাবণী। ধারাবাহিকের নাম মাধবীলতা। পারিবারিক আখ্যান নয় গাছ বাঁচানোর গল্প বলবে মাধবীলতা। এদিন প্রোমো প্রকাশ্যে আসতেই চরম ট্রোলের মুখে পড়তে হয় ধারাবাহিক’কে। “গাছ বাঁচানোর লড়াই কখন সংসার বাঁচানোর লড়াই হয়ে যাবে ধরতে পারবেন না”,মন্তব্য নেটিজেন দের।

আরও পড়ুনAindrila Sharma: ক্যানসার জয়ী ঐন্দ্রিলার নতুন ইনিংস শুরু

- Advertisement -

গ্রামের মেয়ে মাধবীলতা, ভালোবাসার জঙ্গলকে আগলে রাখে সে। এই গাছই তাঁর মা তাঁর প্রাণ। অতীতে একই কাজ করতে গিয়ে প্রাণ হারায় তার মা। ভবিষ্যতে ফরেস্ট রেঞ্জার অফিসার হওয়ার স্বপ্ন দেখে মাধবীলতা। তাঁর সমস্ত কিছুই এই জঙ্গলকে ঘিরে। মাধবীলতা চরিত্রে দেখা যাবে শ্রাবণী ভূঁইঞা’কে। আর অন্যদিকে ওয়াইল্ড ফটোগ্রাফার হিসেবে দেখা যাবে সুস্মিত’কে। ধারাবাহিকে খল নায়কের চরিত্রে থাকবেন কুশল চক্রবর্তী। জঙ্গলের গাছপালা কেটে সে চোরাকারবার চালায়।

আরও পড়ুনPS 1 : টিজার মুক্তির আগেই হাসপাতালে ভর্তি Vikram, এখন কেমন আছেন অভিনেতা

১মিনিট ৩০ সেকেন্ডের ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কখনও বাংলার পুষ্পী, আবার কখনও গাছ বাঁচানোর লরাই ছেড়ে কদিন পরেই সংসার বাঁচানোর লড়াই-এ নেমে যাবে, একাধিক কটূক্তিতে ভরে যায় কমেন্ট বক্স। আবার কেউ কেউ বলেছেন ,”নায়ক’কে ছাড়া কিছুই ভালো লাগেনি”। তবে নেটিজেন দের একাংশ প্রশংসায় মেতেছেন।