সেন্ট অগাস্টিনস ডে স্কুলে পালিত হল ‘অনলাইন’ রবীন্দ্র জয়ন্তী

0
250

বৈশালী চট্টোপাধ্যায়: বিশ্বকবির জন্মদিন, এদিকে নেই সেরকম ভেসে আসা রবীন্দ্রসঙ্গীত, নেই পাড়ায় পাড়ায় মঞ্চ। এই দুঃসময়ে আগন্তুক ‘করোনা’ গ্রাস করেছে উৎসবের দিনগুলোকেও। তবু বাঙালির পরম পুরুষ রবীন্দ্রনাথের জন্মদিন পালনে ত্রুটি রাখলে দুঃখ ঘুচবে কিভাবে! তাই তো কলকাতার সেন্ট অগাস্টিনস ডে স্কুল-এর তরফ থেকে পালিত হল ‘অনলাইন’ রবীন্দ্র জয়ন্তী উৎসব।

সেই একই মেজাজে নাচ-গান-নাটক-আবৃত্তি করার উপায় এখন নেই। লকডাউনের কারণে অনুষ্ঠান তো দূরের কথা জমায়েতেও নিষেধাজ্ঞা জারি। তাই এই স্কুলের উদ্যোগে অনলাইন ভিডিও কনফারেন্সই হয়ে উঠল মঞ্চ। ক্যামেরা আর প্রযুক্তির সুবাদে নিজের বাড়ি থেকে বসেই স্কুলের প্রিন্সিপাল রিচার্ড গ্যাসপার, জেসন হার্ডিকে সঙ্গে নিয়েই আবৃত্তি করলেন রবিঠাকুরের ‘চিত্ত যেথা ভয়শুন্য’-এর ইংরাজি অনুবাদটি।

- Advertisement -

স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে এই দিনটি উদযাপন করল অনলাইনেই। সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে ‘প্রাণ ভরিয়ে’ গানটি গেয়ে শ্রদ্ধা জানালেন কবিগুরুকে। পাশাপাশি ভাস্বতী মজুমদার আবৃত্তি করলেন ‘দুঃসময়’, রামানুজ চট্টোপাধ্যায়ের ভায়োলিন এছাড়াও ছিল রবীন্দ্রনৃত্য। সব মিলিয়েই ফাঁকা গেল না রবীন্দ্র জয়ন্তীর দিনটি।

অভিজিৎ মুখোপাধ্যায় এবং সায়নদ্বীপ বোসের ব্যবস্থাপনায় এই ‘অনলাইন’ রবীন্দ্র জয়ন্তী পালিত হলে। লকডাউন এবং করোনা সংকটেও নতুন এই উদ্যোগ রবিঠাকুরের স্মৃতিতেই উৎসর্গ করা হল।