পিকনিকে সোম তোর্সার প্রেম

0
3842

অর্পিতা দাস: জি বাংলার মিঠাই ধারাবাহিকে সবাই খুব ভালো হলেও একমাত্র একজনের জন্য তৈরি হয় সমস্যা- তিনি আর কেউ নন তোর্সা।

তবে তোর্সা নিজে না বুঝলেও এই কথা সত্যি যে, না চাইলেও আসলে তোর্সা পেয়ে গেছে মনের মানুষ- তোর্সা এখন ভাল না বাসলেও সোম কিন্তু প্রথম থেকেই দারুণ ভালোবাসে তোর্সাকে। তবে পর্দায় তাদের প্রেম দেখা না গেলেও তারা যে দারুণ বন্ধু বাস্তবে আরো একবার প্রমাণ পাওয়া গেল। মিঠাই ধারাবাহিকে সোম মাঝেমধ্যেই তোর্সার দিকে তাকিয়ে রোমান্টিক লুক দিলেও তোর্সার নজর থাকে সিডের দিকে।

মিঠাইয়ের সঙ্গে তোর্সার খারাপ ব্যবহারের জন্য তোর্সার ওপর দর্শকেরা খুব রেগে গেলেও সোম তোর্সা কয়েক দিনের মধ্যেই দর্শকদের খুব প্রিয় হয়ে উঠেছে। তাই মিঠাই সিদ্ধার্থর মত সোম তোর্সার প্রেম পর্ব দেখার অপেক্ষায় সকল অনুরাগীরা। সোম ও তোর্সার প্রেম পর্দায় কবে দেখা যাবে তা জানা না গেলেও বাস্তবে তেমনই এক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সোম অর্থাৎ অভিনেতা ধ্রুব সরকার। এই মুহূর্তে পিকনিক পর্বের জন্য আউটডোরে শুটিং চলছে মিঠাই পরিবারের। সেখানে খাওয়া দাওয়া মজা আড্ডার মাঝে চলছে ফটোসেশন। তেমনই এক ফটো এলে প্রকাশ্যে, যেখানে ঘাসের উপর শুয়ে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন সোম তোর্সা।

যে ফটো দেখে অনুরাগীরা দারুণ খুশি, তারা কমেন্ট করতে শুরু করেছেন এমন দৃশ্য কবে তারা মিঠাই ধারাবাহিকে দেখতে পাবেন। এমনকি তাদের আবদার, বাস্তবেও যেন ধ্রুব ও তন্বীকে এই ভাবেই দেখতে পান দর্শকেরা। তবে প্রেম না হলেও বাস্তবে সত্যি খুব ভালো বন্ধু ধ্রুব ও তন্বী। শুধু এই দুজনেই নয় বিধায় পরিবারে প্রত্যেকে একে অপরের খুব ভালো বন্ধু সকলের মধ্যেই দারুন সম্পর্ক, শুটিং এর মাঝেই সময় পেলে প্রত্যেকে একে অপরের সঙ্গে সময় কাটান, রিলস বানান। তাই তাদের বন্ধুত্ব সব সময় এরকম অটুট থাকুক এবং অবশ্যই দর্শকদের যেমন মিষ্টি মুহূর্ত উপহার দিক তারা।

- Advertisement -