মধ্যরাতে Iman Chakraborty’কে হেনস্থা, বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ গায়িকা

0
106

বিনোদন ডেস্ক: মধ্যরাতে হেনস্থার শিকার সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। গায়িকা’কে উদ্দেশ্য করে একাধিক কটূক্তি মন্তব্য সহ অশালীন ইঙ্গিত করেন এক ব্যক্তি। গত বৃহস্পতিবার রিজেন্ট পার্ক এলাকায় ঘটে এই ঘটনা। বিভিন্ন ফলের নাম করে ইমন’কে অশালীন ইঙ্গিত করেন ওই জনৈক ব্যক্তি। ঘটনায় রীতিমতো ক্ষুদ্ধ সঙ্গীতশিল্পী, ইতিমধ্যে থানায় FIR দায়ের করেছেন তিনি।

জানা গিয়েছে, প্রতিদিনকার মতো গত বৃহস্পতিবার ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন ইমন। সঙ্গে ছিলেন স্বামী নীলাঞ্জন সহ বেশ কিছুজন বন্ধু। খেলাধুলোর পর গায়িকা ফলের দোকানে যান ফল কিনতে। সেখানেই এক ব্যক্তি বিভিন্ন ফলের নাম করে তাঁকে অনবরত কটূক্তি করতে থাকে, অশালীন ইঙ্গিতও করেন। ঘটনাস্থল থেকেই রিজেন্ট পার্ক থানার পুলিশকে খবর দেন ইমন। পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতারও করেন। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রজত মজুমদার।

- Advertisement -

গত বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে এই খবর ভাগ করে নেন সঙ্গীতশিল্পী। তিনি বলেন, “আমারা মেয়েরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। আমার বোন অফিস যায়। আমার মতো অনেক মেয়েদের নাইট ডিউটি করে বাড়ি ফেরে তাঁদের’কে এই ধরণের বিকৃত মানসিকতার মানুষদের মুখোমুখি হতে হয়। আমার মনে হয়েছে আমার প্রতিবার করা উচিত আমি করেছি। পরিবারের সঙ্গে থাকাকালীন আমাকে এই ঘটনার সম্মুখীন হতে হয়। আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, সাহস করে বেরিয়ে আসুন, প্রতিবাদ করুন, প্রশাসনকে জানান। অন্যায় মুখ বুঝে সহ্য করবেন না।” পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে  শ্লীলতাহানি, শারীরিক হেনস্থা, নিগ্রহ,র লিখিত অভিযোগ দায়ের করেছেন সঙ্গীতশিল্পী।