স্ত্রী গৌরী তাঁকে ছেড়ে চলে যেতে চাইলে কী করবেন, জানিয়েছিলেন শাহরুখ

0
20

মুম্বই: নয়ের দশকের কোঠায় আরব সাগরের তীরে দাঁড়িয়ে একদিন সদ্য কুড়ি পেরোনো এক যুবক চিৎকার করে বলেছিলেন, একদিন গোটা মুম্বই শহরে তিনি রাজত্ব করবেন। তাঁর সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। আজ তাঁর প্রেমে দিওয়ানা আট থেকে আশি সকলেই।

বর্তমানে সেই কুড়ি পেরোনো যুবক বলিউডের বাদশাহ হয়ে রাজত্ব করে চলেছেন। দীর্ঘদিন সিনে দুনিয়ায় রাজত্ব করায় তাঁর মাথায় এখন রোম্যান্স কিংয়ের মুকুট। অনেক নারী তাঁর প্রেমে এখনও হাবুডুবু খান। কিং খানের প্রেমে পাগল নন এমন মহিলা খুবই কম আছেন।

- Advertisement -

সিনেমার পর্দার পাশাপাশি বাস্তবেও, শাহরুখের ‘রোম্যান্স’-এর কথা সবাই জানে। প্রায় তিন দশক ধরে চলা বিবাহিত জীবনে এখনও স্ত্রী গৌরীকে চোখে হারান বাদশাহ। পঞ্চাশের কোঠায় পৌঁছেও শাহরুখ-গৌরী জুটি আজও বহু মানুষকে অনুপ্রেরিত করে।

তাঁদের রসায়ন দেখে মুগ্ধ হন না এমন মানুষ বিরল। তাঁদের খুনসুটি দেখলে বলাই যায়না যে একসঙ্গে প্রায় তিরিশটি বসন্ত পার করে ফেলেছেন তাঁরা। এর মাঝে ছেলে-মেয়ের বড় হয়ে ওঠা থেকে কাজ, সংসার সবকিছুই সামলেছেন তাঁরা।

কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে একসঙ্গে চলতে গেলে মনোমালিন্য, রাগ-অভিমান তো হয় তাঁদের কি হয় না? আর তা থেকেই যদি গৌরী কোনওদিন শাহরুখকে ছেড়ে চলে যেতে চান তাহলে সেই সময় তাঁকে কি বলবেন কিং খান? তাঁর রাগ ভাঙাতে কী পদ্ধতি অবলম্বন করবেন তিনি? সেই প্রশ্নের জবাবও দিয়েছিলেন এই বলি তারকা। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও।

সেখানে দেখা যাচ্ছে একটি চ্যাট শোয়ে উপস্থিত হয়েছেন অভিনেতা। শোয়ের সঞ্চলিকার জায়গায় দেখে গিয়েছে বিখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালালকে। এখানেই কথার ফাঁকে হঠাৎ শাহরুখকে ফরিদা প্রশ্ন করেন, “যদি কোনও এক সকালে দেখো যে গৌরী তোমার ওপর প্রচন্ড বিরক্ত হয়ে শেষপর্যন্ত আর থাকতে না পেরে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তখন কী করবে তুমি? কী করে তুমি গৌরীকে আটকাবে কিংবা মানিয়ে নেবে?”

এরকম প্রশ্ন যেন স্বপ্নেও ভাবেননি তিনি। তাই শুনেই হেসে ফেললেন শাহরুখ। এরপর মুখ চেপে তাঁর সেই মুচকি হাসি ধরে রেখে বলেন,” প্রথমত এটা হওয়া একদমই উচিত নয়। গৌরীর মোটেই উচিত হবে না আমাকে ছেড়ে চলে যাওয়া। তবু যদি এমন ঘটনা কোনওদিনও হয়, আমি আর কিছু না ভেবে সোজা নিজের কাপড় জামা ছিঁড়ে ফেলে রাস্তার মাঝে গিয়ে হাজির হব”।

”তারপর সেখানে গৌরীর সামনেই গান গাইব। আর তখন আমার এসব কান্ড কারখানা দেখে মনে হয় তক্ষুনি বাড়ি ফিরেই আসবে ও।” আর শাহরুখের এই উত্তর শুনে ততক্ষণে হেসে লুটোপাটি খাচ্ছেন ফরিদা। কথাগুলি বলে আর হাসি চেপে না রাখতে পেরে তারপর ফরিদার সঙ্গে সেই হাসিতে যোগ দেন ‘কিং খান’-ও।