Ditipriya-Sandipta : দুর্গা-গৌরী’র রসায়ন এবার ওয়েব সিরিজে

0
56
Ditipriya-Sandipta
Ditipriya-Sandipta

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১২ বছরের বিরতি কাটিয়ে ফের একসঙ্গে Ditipriya-Sandipta।’দুর্গা’ দিয়ে শুরু এবার ‘বোধন’ নিয়ে ফিরছেন এই দুই অভিনেত্রী। হইচই-এর আগামী ওয়েব সিরিজ ‘বোধন’-এ দেখা মিলবে দুই অভিনেত্রীর। খবর সামনে আসতেই আনন্দে আত্মহারা অনুরাগীরা, খুশিতে ভাসছেন তারকারাও।

আরও পড়ুন : ইন্ডাস্ট্রিতে স্টারকিড হওয়ার থেকে বহিরাগত হওয়া বেশি সুবিধার : Aishwarya Rajinikanth

- Advertisement -

স্টার জলসার জনপ্রিয় ‘দুর্গা’ ধারাবাহিকে প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন Ditipriya-Sandipta । টানা দু-বছর রম রমিয়ে চলে ধারাবাহিক। সে সময় শিশু শিল্পী হিসেবে টিভির পর্দায় আত্মপ্রকাশ দিতিপ্রিয়ার। এখন দুই অভিনেত্রীই নিজের নিজের জায়গা প্রতিষ্ঠিত। ১২ বছর পর ফের এক সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে বেজায় খুশি ছোটপর্দার সারদা ও রানি রাসমণি। সংবাদ মাধ্যমকে সন্দিপ্তা জানিয়েছেন, আমার কেরিয়ারের প্রথম ধারাবাহিকে দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করেছিলাম, তখন ও শিশু শিল্পী ছিল, এখন ও খুব ভালো আর পরিণত অভিনেত্রী। এতদিন পড়ে ওর সঙ্গে কাজ করার সুজোগ,ভেবেই যেন ভালো লাগছে। দিতিপ্রিয়া জানিয়েছেন, “সিরিজের গল্পের পাশাপাশি কাজ করার আরও একটি আকর্ষণ সন্দিপ্তা দি, হইচই’কে অনেক ধন্যবাদ।”

আরও পড়ুন : ফের একবার নগ্ন ফটোশ্যুটের ডাক পেলেন Ranveer Singh

সিরিজে এক প্রফেসরের চরিত্র দেখা মিলবে সন্দিপ্তার। তাঁর চরিত্রের নাম রাকা, এই কলেজেই রাকা পড়াশোনা করেছে, আবার এই কলেজেই শিক্ষক হয়ে ফিরেছেন। আর দিতিপ্রিয়ার চরিত্রের নাম শিঞ্জিনি। দুই নারীর গল্প নিয়েই এগবে বাস্তব ঘেঁষা বোধনের গল্প।