কাশ্মীরে ব্রাহ্মন হত্যা আর গরুচুরির অভিযোগে মুসলমানকে গণপিটুনি সমান : Sai Pallavi

0
58

বিনোদন ডেস্ক : দক্ষিনী অভিনেত্রী পল্লবী সাই। একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়ে গিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে। বরাবরই ঠোঁট কাটা স্বভাবের অভিনেত্রী। সত্যি কথা বলতে ভয় পান না। এবারেও ধর্মের নামে জুলুম আর সহিংসতার বিরুদ্ধে সরব হতে পিছ পা হলেন না তিনি।

আরও পড়ুন :Adrit Roy : ভক্ত মহলের জন্য সুখবর নিয়ে এল মিঠাই-এর উচ্ছেবাবু

- Advertisement -

দেশে ঘটে যাওয়া সম্প্রতি এক ঘটনার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী। ঘটনাটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। একজন মুসলমান ব্যক্তি গরু নিয়ে যাওয়ার সময় , তাকে গরু পাচারকারী সন্দেহে বেধরক মারধর করা হয় । শুধু তাই নয় তাঁকে জোর করে জয় শ্রী রাম স্লোগান তুলতে বাধ্য করা হয় তাঁকে। এই ঘটনা অতীব মর্মান্তিক।

আরও পড়ুন :প্রকাশ্যে ছাতার নীচে একি করলেন অন্তঃসত্ত্বা Porimoni

অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে এপ্রসঙ্গে বলেন,”দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে দেখানো হয়েছে তৎকালীন সময়ে কীভাবে কাশ্মীরি ব্রাহ্মন দের গনহত্যা করা হত। কিন্তু ধর্মীয় সংঘর্ষ নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে সম্প্রতি গরু পাচারকারী সন্দেহে এক মুসলমান ব্যক্তিকে গনপিটুনি, দুটো ঘটনার মধ্যে পার্থক্য কোথায় ? অভিনেত্রীর এমন বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া।