‘ফাদার্স ডে’ তে সামনে এল বেবি বাম্পের ছবি, অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন নেটিজেনরা

0
85

পূর্বাশা দাস: কয়েকদিন আগেই জানা গিয়েছিল মা হতে চলেছেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী। সেই কারণেই ‘মিঠাই’ ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। বেবি বাম্প ফ্লন্ট করা এখন হলিউড থেকে বলিউড হয়ে টলিউডেও ভীষণভাবে ট্রেন্ডিং। এবার এই স্রোতের জোয়ারে গা ভাসালেন অভিনেত্রী প্রিয়মও। আজ ‘ফাদার্স ডে’তে নিজের বেবি বাম্পের ছবি সামনে আনলেন তিনি।

স্বামী শুভজিতের সঙ্গে একসাথে তোলা বেবি বাম্পের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে প্রিয়ম লিখেছেন, “প্রকৃতির খামখেয়ালীতে অশান্ত এ পৃথিবীতে, তোমার আসার খবরটিতে হাসছি দেখো যুগলেতে। তোমার আসার সময় হল সবকিছু তাই ভুলিয়ে দিল, দুঃসময়ের চিন্তাগুলো কোথায় যেন হারিয়ে গেল। মোদের জীবন ধন্য করে এসো নতুন খুশির ভোরে, ঘরটি মোদের আলো করে আসবে তুমি কদিন পরে। তোমার আসার আনন্দেতে হাসছি মোরা যুগলেতে। সবাই আশিষ দিও মোদের, ভালবাসার চিহ্ন টিরে।”

- Advertisement -

প্রিয়মের স্বামী শুভজিতও একই ছবি পোস্ট করে লেখেন, “হাম সে হামলোগ। আপনাদের সকলের শুভেচ্ছা এবং আশীর্বাদ কাম্য। ২০১৯ এর ডিসেম্বরে অভিনেতা শুভজিৎ করের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন প্রিয়ম। বেবি বাম্পের ছবি সামনে আসতেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন অভিনেত্রী।