বিনা অন্তর্বাসে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলের মুখে Poonam Pandey

0
73

বিনোদন ডেস্ক : ফের পোশাক বিভ্রাটের’ মুখে বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। বিনা অন্তর্বাসে রাস্তায় বেরিয়ে চরম কটাক্ষের মুখে অভিনেত্রী। প্রশংসার বদলে জুটল ধিক্কার।

এটা প্রথমবার নয়, এর আগেও একাধিকবার পোশাক বিভ্রাটের মুখে পড়েন অভিনেত্রী। বলাবাহুল্য অভিনেত্রীর কাছে এটা জলভাতের সমান। এদিন মুম্বইয়ের রাস্তায় অন্তর্বাস ছাড়াই ক্রপ টপ পরে বেড়িয়েছিলেন পুনম। হঠাত্‍ই উন্মুক্ত হয়ে যায় তাঁর স্তনের একাংশ। উপস্থিত ছিলেন পাপারাজ্জি,মুহুর্তের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবি। তারপরেই শুরু হয় তুমুল কটাক্ষ।

- Advertisement -

“অন্তর্বাস কেনার পয়সা নেই”, “সবকিছু দেখা যাচ্ছে,কিছু তো পরে নিতে”, “আমাদের সমাজকে নষ্ট করছে এই অভিনেত্রী” একাধিক কটাক্ষের শিকার হন পুনম। বেশ কিছুদিন আগে কঙ্গনা রানাওয়াতের লক আপে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে বিনা পোশাকে দর্শক মহলের সামনে আসার লোভ দেখিয়ে ভোট হাতিয়েছিলেন তিনি। সেই সপ্তাহে সবথেকে বেশি ভোট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে।