Pathaan Shah Rukh Khan: পাঠানের লুকে নেটমাধ্যমে আগুন ধরালেন বাদশা

0
29

পূর্বাশা দাস: পাঠান শাহরুখ খানের কেরিয়ারে এক অন্যতম টার্নিং পয়েন্ট হতে চলেছে। ‘পাঠান’ ছবি দিয়েই কামব্যাক করছেন বলিউডের বাদশা (Pathaan Shah Rukh Khan)। এই ছবিতে নয়া লুকে দেখা যাবে শাহরুখকে। ‘পাঠান’ পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। পাঠান’এ শাহরুখের সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ:

- Advertisement -

পাঠান ছবিতে নিজের লুক শেয়ার করে নেট মাধ্যমে কার্যত আগুন ধরিয়ে দিয়েছেন ‘কিং খান’, ‘বলিউড বাদশা’ শাহরুখ। শাহরুখের এই ছবি দেখে আপ্লুত অনুরাগীরা। ‘পাঠান’র লুকে আগুন ঝরানো ফিজিকের ছবি শেয়ার করে সোশ্যাল হ্যান্ডেলে কিং খান লিখেছেন “Shah Rukh agar thoda Rukh bhi gaya toh Pathaan ko kaise rokoge.. Apps aur Abs sab bana dalunga…”।

‘পাঠান’এর টিজারে পাঠানোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন। পাঠানের একমাত্র লক্ষ্য নিজের দেশকে রক্ষা করা। আর আদর্শ দেশপ্রেম। ছায়ার মধ্যে থেকে সাদা পোশাকে লম্বা চুলের শাহরুখকে দেখা যাচ্ছে। মুখে তার দেশ প্রেমের বাণী। এই অবধি টিজার দেখেই আপ্লুত শাহরুখের ভক্তকূল।

আরও পড়ুন: Pranay Soumi: ইসমার্ট জোড়ির টাইটেল ট্রাকে নতুন চমক

২০১৮ সালে পরিচালক আনন্দ এল রাইয়ের ছবিতে শেষবার দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তারপর বেশ কয়েক বছরের বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। এই ছবির শুটিং চলাকালীন বেশ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল কিং খানকে। শাহরুখপুত্র আরিয়ানের মাদক পান্ডে জড়িয়ে পড়ায় ব্যাহত হয়েছিল শাহরুখের শুটিং। ইতিমধ্যে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। মাদক কান্ডে আরিয়ানের বিরুদ্ধে কোনও রকম প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়ে দিয়েছে তদন্তকারী সিট। দীপিকা পাড়ুকোন গিয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যামাজন প্রাইম এর ছবি গেঁহরাইয়া’তে। এই ছবিতেই অসাধারণ অভিনয় করেছেন দীপিকা। আলিশার চরিত্রে দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক এবং সমালোচক মহলে।

আগামী বছর ২০২৩ সালের ২৫শে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে শাহরুখ খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন অভিনীত বহু প্রতীক্ষিত বড় বাজেটের ছবি ‘পাঠান’ (Pathaan Shah Rukh Khan)। ছবির প্রযোজনায় রয়েছে যশরাজ ফিল্মস।