সমকামী সেনার জীবন নিয়ে ছবি-বিতর্কে জল ঢাললেন পরিচালক

0
91

খাস ডেস্ক: গল্পের কেন্দ্রে ছিলেন একজন সমকামী মেজর। তাঁকে নিয়েই পুরো গল্পটি ভেবে রেখেছিলেন পরিচালক ওনির। কিন্তু সব স্বপ্ন সম্পূর্ণ হয় না। অবশেষে ছবিটির পরিকল্পনায় ইতি টানতে হচ্ছে পরিচালক ওনিরকে। কারণ, এই ছবির জন্য প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে অনুমতি মেলেনি।

জানা গিয়েছে, এই ছবিটি পরিচালকের পুরনো ছবি ‘আই অ্যাম’ ছবির সিক্যুয়েল ছিল। এই ছবিটির অনুমতি পাওয়ার জন্য গত বছরের ডিসেম্বরে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে ইমেল পাঠিয়েছিলেন ছবিটির স্ক্রিপ্ট নির্মাতা। এরপর বুধবার পরিচালকের কাছে এসে পৌঁছায় মন্ত্রকের ইমেল। আর সেখানেই মন্ত্রক পরিচালককে জানিয়ে দেয় যে, এই চিত্রনাট্যটি নিয়ে সিনেমা বানানোর অনুমতি দেওয়া যাবে না।

- Advertisement -

প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে ওনির জানিয়েছিলেন, তিনি এক সমকামী প্রাক্তন মেজরের সাক্ষাৎকার দেখেছিলেন টিভিতে। তার পরই এই ছবিটির গল্প তার মাথায় আসে। তিনি এমন এক সিনেমা পরিচালন করতে চেয়েছিলেন। যেখানে মূল চরিত্রে এক সমকামী মেজর থাকবেন। যিনি সেনাবাহিনীতে কাজ করতে ভালোবাসলেও, সেই কাজ চালিয়ে যেতে পারছেন না। কারণ, তিনি সমকামী বলে।