ভালোবাসার মানুষ সব্যসাচীর জন্য নাচলেন ঐন্দ্রিলা

0
29

কলকাতা: জিয়নকাঠি ধারাবাহিকের জাহ্নবী ওরফে ঐন্দ্রিলা শর্মার গতবছর পুজোর সময়ে এত বড় অঘটন ঘটেনি। তখনও মারণরোগ ক্যানসার অভিনেত্রীর জীবনে প্রবেশ হয়নি। করোনা পরিবেশে নিজের পরিবারের সঙ্গে পেয়েছিলেন নিজের মনের মানুষ। প্রেমের আগমন ঘটেছিল বেশ কয়েক বছর আগে। তিনি আর কেউ না তিনি হলেন সব্যসাচী চৌধুরী ওরফে সকলের প্রিয় বামাক্ষ্যাপা।

তবু গতবছর প্রেমিকের জন্য মন প্রাণ খুলে ভালোবাসার গানে নেচেছিলেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে মনের মানুষ সব্যসাচীর উদ্দেশ্যে সেই নাচ শেয়ারও করলেন। প্রকাশ্যেই মনের মানুষ সব্যসাচীকে বললেন, ‘আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে… শুধু তোমায় ভালবেসে’।

- Advertisement -

গত বছর দুর্গাপুজোর সপ্তমীর দিন শ্রেয়া ঘোষালের ‘একলা আকাশ’। হলুদ রঙের প্রিন্টেড আনারকলিতে এক ঢাল লম্বা চুল, মুখে একরাশ হাসি আর ভালবাসার গানে তাল মিলিয়েছিলেন ঐন্দ্রিলা। সেই ভিডিয়োই আজকের এই অসুস্থতার দিনে শেয়ার করলেন। ক্যাপশনে লিখলেন,’সপ্তমী ২০২০, সব্য তোমার জন্য’।

সব্যসাচীও ফেসবুকে ঐন্দ্রিলার নাচের এই ভিডিও শেয়ার করে লিখেলেন, ‘তখনও বুঝতে পারিনি.. এরকমই থেকো’। এবছর ফেব্রুয়ারী মাসে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন ঐন্দ্রিলা। দিল্লিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

সেখানে তাঁর বায়োপসি করে জানা যায়, ঐন্দ্রিলার বাঁদিকের ফুসফুসে একটি টিউমার হয়েছে। এই টিউমারটিও আদতে ক্যান্সার। খুব তাড়াতাড়ি হবে ঐন্দ্রিলার অস্ত্রোপচার। সঙ্গে নিতে হবে চারটি কেমো। ঐন্দ্রিলার অসুস্থতার খবর পেয়েই শ্যুটিং ছেড়েই দিল্লিতে পাড়ি দেন সব‍্যসাচী।

দিল্লিতেই অভিনেত্রীর মনোবল হয়ে ওঠেন। প্রথম কেমোতে ঐন্দ্রিলার পাশে ছিলেন তিনি। এই কঠিন লড়াইয়ের প্রথম থেকেই তাঁকে আগলে রেখেছেন তাঁর সবচেয়ে কাছের বন্ধু, তাঁর প্রেমিক সব্যসাচী। মনের মানুষের এই কঠিন যুদ্ধে লড়ছে একসঙ্গে। একজন শারীরিক ভাবে আর একজন মানসিক দিক দিয়ে। শ্যুটিং এর পর যত টা সম্ভব একসাথে সময় কাটান এই যুগল। নেটিজেনরাও এদের ভালোবাসাকে শ্রদ্ধা জানান।