করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধ-জায়া মীরা

এদিন বেলা ১১টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হয় মীরাদেবীকে৷ চিকিৎসকদের পরামর্শ মেনে আগামী ৭ দিন আইসোলেশনে থাকবেন তিনি৷

0
93

খাসখবর ডেস্ক: করোনা মুক্ত মীরা ভট্টাচার্য৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) স্ত্রী মীরাদেবী হাসপাতাল থেকেও ছাড়া পেলেন৷ করোনায় সংক্রমিত হওয়ার পর গত বুধবর তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন৷ চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেছেন৷ তাই আজ হাসপাতাল থেকে ছাড়া পান৷

সূত্রের খবর, এদিন বেলা ১১টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হয় মীরাদেবীকে৷ চিকিৎসকদের পরামর্শ মেনে আগামী ৭ দিন আইসোলেশনে থাকবেন তিনি৷ হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধ-জায়া সম্পূর্ণ সুস্থ আছেন৷ প্রথমে ঠিক হয়েছিল রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হবে৷ কিন্তু আজ সকালে হাসপাতাল থেকে ছুটি হয় তাঁর৷

- Advertisement -

মীরাদেবীর সঙ্গেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ মঙ্গলবার প্রবীণ দম্পতির রিপোর্ট পজিটিভ আসে৷ বুদ্ধবাবুর এমনিতেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে৷ কিন্তু তিনি কিছুতেই হাসপাতালে যেতে রাজি হননি৷ বাড়িতেই থাকতে চান৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ উলটে মীরাদেবী ভরতি হন হাসপাতালে৷

চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি৷ শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিক ছিল৷ তাই হাসপাতালে ভরতি হওয়ার ৬ দিনের মাথায় বাড়ি ফিরে গেলেন তিনি৷