Jacqueline-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন Nora Fatehi

0
67

বিনোদন ডেস্ক: ২০০ কোটি প্রতারণা মামলায় নাম জড়িয়েছে বলিউডের দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহি। ইডির জেরায় নোরাকে নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন জ্যাকলিন। তার প্রেক্ষিতেই মানহানির মামলা দায়ের করলেন বলিউডের সাকি গার্ল।

আরও পড়ুন: বড়দিনের মরশুমে ছুটি কাটিয়ে আসুন, রইল কলকাতার কাছেই ৫ টি Picnic Spot

- Advertisement -

সূত্রে খবর, আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন নোরা। অভিনেত্রীর অভিযোগ, জ্যাকলিন নিজের স্বার্থে মানহানিকর ও মিথ্যে মন্তব্য করে তাঁর ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করেছেন।

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজকে ইতিমধ্যেই অভিযুক্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জেরায় তিনি নোরার নাম উল্লেখ করেছিলেন বলেই খবর। অন্যদিকে, তদন্তের শুরুতেই কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, ২০০ কোটি প্রতারণা মামলায় মূল অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সূত্রে ধরেই নোরাকে জেরা করা শুরু হয়। তদন্তকারীদের দাবি, সুকেশের থেকে বহু দামী উপহার নিয়েছেন অভিনেত্রী। সেইকারণেই বারবার ডেকে পাঠানো হয়েছে তাঁকে। তলবে সাড়া দিয়ে একাধিকবার ইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি। এবার নোরার মামলার জেরে কি আরও বিপদ বাড়ল জ্যাকলিনের, উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের শপথ গ্রহণের আগে গুজরাটে BSF গ্রেফতার করল ৩ পাকিস্তানি মৎস্যজীবীকে