ভাইরাস এবং ১৪ দিনের ‘বনবাস’

0
699

বৈশালী চট্টোপাধ্যায়: লকডাউনের জেরে বন্দি দশায় কাটছে জীবন। একে তো দীর্ঘ কয়েকমাস ধরে মন ভালো করার জন্য নেই কোনও আড্ডা। না আছে দেখা সাক্ষাৎ। তার মধ্যেই করোনা ত্রাসে ভুগছে মানুষ। এদিক বাইরে থেকে ফিরে আসা মানুষদের ১৪ দিনের ‘বনবাস’। এমনই এক ঘটনা আত্মপ্রকাশ করল উইন্ডোজের লকডাউন শর্টস-এর ষষ্ঠ ছবিতে।

৩ জুন আত্মপ্রকাশ করল লকডাউন শর্টস-এর আরও এক স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘বনবাস’। অভিনয় করেছেন সোহম মজুমদার এবং সৌরসেনী মৈত্র। জিনিয়া সেনের গল্পে এই ছবি আসলে তুলে ধরল লকডাউন এবং করোনার কোপ কিভাবে একটা সুস্থ স্বাভাবিক প্রেমের ছন্দপতন ঘটাচ্ছে।

- Advertisement -

বর্তমানের এই সংকটের দিনে কিভাবে মানুষ বনবাসের মধ্যে দিয়েই ত্রাসের মধ্যে রয়েছেন তারই ঝলক এই ছবি। যেখানে ইতালি ফেরত আশিষ ওরফে সোহম রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। অন্যদিকে নীলার সঙ্গে সময় কাটানো তো দূরের কথা একই বাড়িতে চলছে দূরত্ব বজায় রাখার নিয়ম পালন। এমন অবস্থাতে করোনার ত্রাস এবং দুটো মানুষের মধ্যের খুব সাধারণ প্রেমের গল্প ‘বনবাস’।

আশিষ ওরফে অভিনেতা সোহম মজুমদারকে এর আগে দেখা গিয়েছে জনপ্রিয় বলিউড ছবি ‘কবীর সিং’-এ শিবার চরিত্রে অনবদ্য অভিনয় করতে। অন্যদিকে সৌরসেনীকে দেখা গিয়েছে ‘জেনারেশন আমি’-সহ আরও কিছু ছবিতে কাজ করতে। দুজনের মেলবন্ধন এবং জিনিয়া সেন ও সোহম মজুমদারের খুব সাধারণ সংলাপ মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

লকডাউনের জেরে এখনও শুটিং ফ্লোর বন্ধ কিন্তু তাতে থেমে থাকলে চলবে না। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মেলবন্ধনে উইন্ডোজ নিবেদিত এই ছবির শুটিং করেছেন স্বয়ং অভিনেতারাই। কিছু কিছু ক্ষেত্রে বাড়ির সদস্যদের সাহায্যেই এই শুটিং করা হয়েছে। সম্পাদনা এবং সাউন্ড ডিজাইন করেছেন মলয় লাহা এবং সঙ্গীত দিয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।