বাংলায় ফিরল বাংলার মেয়ে, টলিউডে ডেবিউ Mouni’র

0
36

বিনোদন ডেস্ক: কোচবিহার কন্যা মৌনী রয়, বাংলার মেয়ে হলেও বলিউডই এখন তাঁর ঠিকানা। বলিউডের সফল অভিনেত্রীদের তালিকায় এখন তাঁর নাম উজ্জ্বল। স্টারডম না থাকা সত্ত্বেও সম্পূর্ণ নিজের অভিনয় দক্ষতায় বলিউডে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন মৌনী। ‘কিউকি সাস ভি কাভি বহু থি’র কৃষ্ণা থেকে আজ ব্রহ্মাস্ত্র’র জুনুন তিনি। অনেকই বলছেন, মৌনীর চরিত্রটি আলিয়ার থেকে গুরুত্বপূর্ণ ছিল।

এবার বলিউডে সাফল্যের পর শোনা যাচ্ছে টলিউডে পা দেবেন মৌনী। টলিপাড়ায় গুঞ্জন অঙ্কুশের মির্জা ছবিতে একটি গানে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রস্তাব পৌঁছে গিয়েছে নায়িকার কাছে। এখন দেখা যাক, প্রস্তাবে রাজি হয় নাকি মৌনী।

- Advertisement -

অঙ্কুশের আগামী ছবি ‘মির্জা’র টিজার ইতিমধ্যে রিলিজ হয়ে গিয়েছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউডের সুমিত-সাহিল। শাহরুখে ‘ম্যায় হু না’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। তবে এবার আর অভিনেতা নন পরিচালক আসনে দেখা যাবে সুমিত-সাহিল’কে। ছবিতে অঙ্কুশের বিপরীতে প্রধান নেগেটিভ চরিত্রে দেখা যাবে বলিউডের অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে।