‘মা’ আসার অপেক্ষায় Aindrila’র বোজো-তোজো

0
118

বিনোদন ডেস্ক: দীর্ঘ ২০ দিনের লড়াই শেষ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত রবিবার দুপুর ১২টা ৫৯ মিনিটে প্রয়াত হন অভিনেত্রী। দু’বার ক্যানসার জয়ের পর ব্রেন স্ট্রোক, মৃত্যু একাধিকবার কড়া নাড়লেও লড়ে গিয়েছেন অভিনেত্রী, জিতেও ফিরেছেন কিন্তু এবারের লড়াইটা আর জেতা হল না তাঁর। মাত্র ২৪ বছরেই চলে গেলেন ঐন্দ্রিলা।

আরও পড়ুন: বলিউডের পর এবার টলিউডে ডেবিউ করতে চান Rajkumar Rao

- Advertisement -

শর্মা বাড়ির ছোট মেয়ে ঐন্দ্রিলা, ছোট হলেও বাড়ির সব সিদ্ধান্ত তিনিই নিতেন। মেয়েকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন তাঁর মা-বাবা-দিদি আর প্রেমিক সব্যসাচী। চিকিৎসকরা হাত তুলে দিলেও রীতিমতো মিরাকেলের আশায় ঐন্দ্রিলা’কে জোড় করে আটকে রাখেন তাঁরা। কিন্তু শেষরক্ষা আর হল না। আজ দু’দিন হতে চলল ঐন্দ্রিলা আর নেই, থম থম করছে তাঁর গোটা বাড়ি। বাবা-মা-দিদি গভীরভাবে ভেঙে পড়েছেন। সবাই আসছে দেখে যাচ্ছে।

আরও পড়ুন: মন্নতে ‘হিরে’ খচিত নেমপ্লেট বসানোর বিশেষ কারণ জানালেন Gauri khan

বাড়ির কলিং বেল বাজতেই বার বার ছুটে যাচ্ছে তাঁর দুটি পোষ্য বোজো-তোজো। এই বুঝি মা ফিরে আসে। ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়ার সময় তাঁদের আটকে রাখতে পারেননি দিদি ঐশ্বর্য আর মা শিখা শর্মা। বার বার অভিনেত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। সম্প্রতি ঐন্দ্রিলার দিদি সংবাদ মাধ্যম’কে জানিয়েছেন, ‘বাড়ির কলিং বেল বাজতেই দৌড়ে দরজার কাছে যাচ্ছে বোজো-তোজো। খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছে, বোন’কে যেখানে শুইয়ে রাখা হয়েছিল সেই জায়গাটায় গিয়ে বারবার শুঁকছে। ওরা বোধহয় বুঝতে পারেনি বোন আর নেই।’