বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে Paresh Rawal, FIR দায়ের করল Kolkata Police

0
39
Paresh Rawal

খাস ডেস্ক: বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফের বিপাকে অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। এর আগে সিপিএম নেতা মহম্মদ সেলিম একই অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।

আরও পড়ুন: পদযাত্রার সময় BJP-র পার্টি অফিসে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে Flying Kiss ছুঁড়ে দিলেন রাহুল গান্ধী

- Advertisement -

সেলিম তাঁর অভিযোগে জানিয়েছিলেন, ‘পশ্চিমবঙ্গের বাইরে একটি বড় সংখ্যক বাঙালি রয়েছে। আশঙ্কা পরেশ রাওয়ালের (Paresh Rawal) ঘৃণ্য মন্তব্যের কারণে তাঁদের অনেকের ভাবাবেগে আঘাত লেগেছে।’

সূত্রে খবর, অভিনেতার বিরুদ্ধে IPC ১৫৩, ১৫৩এ, ১৫৩বি, ৫০৪ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, গুজরাট নির্বাচনে (Gujarat Election) বিজেপির হয়ে প্রচারে এসে পরেশ রাওয়াল (Paresh Rawal) রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন। তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে কিন্তু আগামিদিনে দাম কমবে। সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু রোহিঙ্গা ও বাংলাদেশীরা যদি দিল্লির মত আপনাদের আশেপাশে থাকতে শুরু করে তাহলে কি হবে? গ্যাস সিলিন্ডার দিয়ে কি করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?’

পরেশ রাওয়ালের (Paresh Rawal) মন্তব্যের বিরুদ্ধে আমজনতা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেয়। রোষের মুখে পড়ে গত ২ ডিসেম্বর ক্ষমা চেয়ে নিজের সাফাইতে জানান, ‘বাঙালি মানে তিনি বাংলাদেশী এবং রোহিঙ্গাদের বোঝাতে চেয়েছেন।’ অন্যদিকে, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এ নিয়ে বলেন, ‘মোদীজি ক্ষমতায় আসার পর থেকেই গ্যাস সিলিন্ডার এবং এলপিজি-র দাম বেড়েছে। পরেশ রাওয়াল কি এটা ভুলে গিয়েছেন? গ্যাসের দাম বাড়লে হিন্দু-মুসলিম উভয়েই প্রভাবিত হবেন। এটি অত্যন্ত লজ্জাজনক যে একজন অভিনেতা যিনি ‘Oh My God’-এর মত ছবি করেছেন এবং ধর্মের ব্যবসার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি গুজরাটে কয়েকটি ভোটের জন্য এই ধরনের চিন্তাকে প্রশ্রয় দিচ্ছেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম পাক অনুপ্রবেশকারী