Shehzada box office collection: দ্বিতীয় দিনে কত আয় করল Kartik’র ছবি

0
44

বিনোদন ডেস্ক: বলিউডের শেহজাদা আর হয়ে ওঠা হল না কার্তিক আরিয়ানের। বহু প্রতীক্ষিত ছবি শেহজাদা দেখে নিরাশ হলেন দর্শক মহল। হল থেকে বেড়িয়ে তাঁদের মুখে একটাই কথা, “ঠিক মনে ধরল না।” গত ১৭ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে Shehzada। এই ছবি দিয়েই বলিউডে প্রযোজক হিসেবে ডেবিউ করেন অভিনেতা।

বক্স অফিস কালেকশনের দিক থেকে প্রথম দিনে ছবি আয় করে ৭ কোটি। দ্বিতীয় দিনেও সেইভাবে ছাপ ফেলতে পারল না কার্তিকের ছবি। Shehzada’র দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন ৬.৩০ কোটি টাকা। সব মিলিয়ে দু’দিনে ছবির আয় ১২ কোটির কাছাকাছি। উল্লেখ্য, কার্তিকের ‘শেহজাদা’র সঙ্গে হলিউড ছবি ‘অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টামানিয়া’ এর সঙ্গে জোরদার টক্কর হয় বক্স অফিসে। পাঠান ঝড়ের থেকে রেহাই পেতে শেহজাদা’র মুক্তি তারিখ পিছনো হয় কিন্তু তীরে এসে শেষমেশ হলিউড ছবির কাছে মুখ থুবড়ে পড়ে বলিউড শেহজাদা।

- Advertisement -

‘শেহজাদা’ ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে কৃতি শ্যানন’কে।’লুকাছুপি’-র পর ফের একসঙ্গে জুটি বাঁধতে দেখা গেল কৃতি-কার্তিক’কে। ছবি প্রচারের জন্য কলকাতায় আসেন কার্তিক আরিয়ান। শুধু কলকাতায় নয় দুবাই পর্যন্ত যান তারকা।