ফ্রিতে টিকিট বিলিয়েও লাভ হল না, প্রথম দিনে খারাপ ফল Shehzada’র

0
43

বিনোদন ডেস্ক: গত ১৭ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছেন কার্তিক আরিয়ার বহু প্রতীক্ষিত ছবি ‘শেহজাদা’। ছবি প্রচারে কলকাতা থেকে শুরু করে দুবাই অবধি পাড়ি দিয়েছিলেন অভিনেতা। শুধু তাই নয় ছবির ব্যবসার জন্য প্রথম দিনে ফ্রিতে টিকিটও বিক্রি করেন কার্তিক। একটি টিকিটের সঙ্গে একটি টিকিট বিনামূল্যেও দেওয়া হয়, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারকা নিজেই।

আর হবে নাই বা কেন এই ছবি দিয়েই প্রযোজনায় ডেবিউ করলেন কার্তিক। ছবি ঘিরে অনেকটা আশা ছিল নির্মাতাদের মধ্যে। কেরিয়ারের দিক থেকে বলিউডের উঠতি তারকাদের মধ্যে কার্তিকের নামও বেশ উজ্জ্বল। কিন্তু প্রথম দিনে আশানুরূপ আয় করতে পারল না ছবি। বক্স অফিসে কালেকশনের দিক থেকে প্রথম দিনে ৭ কোটি টাকা আয় করেছে ছবি।

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

সিনে সমালোচক তরুণ আদর্শ জানিয়েছেন, পিভিআর-এ ১.৪৭ কোটি টাকা, ‘আইনক্স’-এ ৯২ লক্ষ, ‘সিনেপলিস’-এ ৫৩ লক্ষের ব্যবসা করেছে ছবি। এর তুলনায় হলিউড ছবি ‘অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টামানিয়া’ ভালো ফল করছে। ‘শেহজাদা’ ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে কৃতি শ্যানন’কে।’লুকাছুপি’-র পর ফের একসঙ্গে জুটি বাঁধতে দেখা গেল কৃতি-কার্তিক’কে।

আরও পড়ুন: আসছে বড় ধামাকা, প্রথমবার জুটি বেঁধে বড় পর্দায় Prabhas-Deepika