আবারও বোমা ফাটালেন কঙ্গনা, গুরুতর অভিযোগ আনলেন আমির খানের বিরুদ্ধে

0
127

পূর্বাশা দাস: বলিউড ক্যুইন কঙ্গনা সবসময়ই খবরের শিরোনামে থাকেন তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য। রাজনীতি থেকে বিনোদন যে কোনও বিষয়েই মন্তব্য করতে পিছপা হননা কঙ্গনা। ঠিক সেরকমই এবার দক্ষিণের সুপারস্টার জুটি নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনি এর বিবাহবিচ্ছেদ প্রসঙ্গেও বিতর্কিত মন্তব্য করলেন কঙ্গনা রানাউত।

সম্প্রতি নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনি। দক্ষিণী এই সুপারস্টার জুটির হঠাৎ করে বিবাহবিচ্ছেদ ঘোষণা করায় অবাক ঘনিষ্ঠমহলের অনেকেই। কিন্তু কী কারণে নাগা চৈতন্য-সামান্থার চার বছরের বিবাহিত জীবনের ইতি হচ্ছে সেই কারণ নিয়ে অনেকের মনেই ধোঁয়াশা রয়েছে। এবার বিবাহ বিচ্ছেদের এই কারণ নিয়েই রীতিমতো বোমা ফাটালেন কঙ্গনা। কঙ্গনার মতে চৈতন্য-সামান্থার বিবাহ বিচ্ছেদের নেপথ্যে রয়েছেন বলিউডের একজন সুপারস্টার। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই ভাবেই তোপ দেগেছেন কঙ্গনা।

- Advertisement -

কঙ্গনা আরও বলেছেন বলিউডের এই সুপারস্টার অনেক ‘কাপল্’ এর বিবাহ বিচ্ছেদের কারণ। কিন্তু কে এই সুপারস্টার? কার দিকে রয়েছে কঙ্গনার অভিযোগের তীর? ওয়াকিবহাল মহলের মতে কঙ্গনার অভিযোগের তীর বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের দিকে। আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডের যাত্রা শুরু করতে চলেছেন নাগা চৈতন্য। তাই পরোক্ষে আমির খানকেই ভিলেন বানিয়েছেন কঙ্গনা। ফলে খুব সহজেই অনুমেয় কঙ্গনার অভিযোগের  আঙুল কার দিকে।

আরও পড়ুন: আরিয়ান বিতর্কের মাঝেই ট্রেন্ডিং ‘উই স্ট্যান্ড উইথ এসআরকে’, বাদশার পাশে বলিউড

জনপ্রিয় দক্ষিণী এই জুটি ‘চৈসাম’এর বিবাহ বিচ্ছেদের পর ২০০ কোটি টাকা ভরণপোষণ দিতে চেয়েছিলেন নাগা চৈতন্য। কিন্তু সামান্থা তা নিতে অস্বীকার করেছেন। সামান্থা জানিয়ে দিয়েছেন নাগা চৈতন্যর থেকে একটি টাকাও নেবেন না তিনি।