Victor Banerjee কে চূড়ান্ত অপমান, কাঠগড়ায় রাষ্ট্রপতির ফেসবুক পেজ

0
82

পূর্বাশা দাস: চূড়ান্ত অপমান করা হল অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে (Victor Banerjee)। এমনটাই মত অনেকের। বিশেষত নেটিজেনদের একাংশের মতামত এটি। আসল ঘটনা চমকে দেওয়ার মতো। পুরো ঘটনাটি ঘটেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ:

- Advertisement -

ভিক্টর বন্দ্যোপাধ্যায় পদ্ম সম্মানে ভূষিত হন। কিন্তু রাষ্ট্রপতির ফেসবুক পেজে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রকাশ করে লেখা হয় সদ্য প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এর নাম। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং কিছুদিন আগে পরলোক গমন করেন। তাঁকে মরণোত্তর পদ্ম সম্মান জানানো হয়। কল্যাণ সিং এর পুরস্কার গ্রহণ করেন তাঁর পুত্র। কিন্তু কল্যান সিং সম্পর্কে লেখা এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছবি ব্যবহার করে প্রশ্নের মুখে রাস্ট্রপতির ফেসবুক পেজ।

আরও পড়ুন: Salman Khan Eid: চলতি বছরের ঈদে বিরতি নিচ্ছেন ভাইজান সলমন খান

আরও পড়ুন: Sohini Sarkar:পিঠ খোলা ছবিতে বোল্ড অবতারে সোহিনী সরকার

আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে প্রথম দলিত মহিলা আইএএস টপার Tina Dabi

আরও পড়ুন: Rituparna Sengupta Harassment: সাত সকালে বিমানবন্দরে সমস্যার সম্মুখীন ঋতুপর্ণা সেনগুপ্ত

অনেকেই প্রশ্ন তুলেছেন, বলছেন রাষ্ট্রপতির ফেসবুক পেজ থেকে এই ধরনের ভুল অনভিপ্রেত। যদিও প্রায় ১৬ ঘন্টা পরে ফেসবুক পেজ থেকে ভুল সংশোধন করে নেওয়া হয়। কিন্তু কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। ভুল সংশোধন করতে এত দেরি কেন? কেন এত অবহেলা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে (Victor Banerjee)? অবমাননা? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।