চিন্তায় ফেলবে স্বাস্থ্য, শাহরুখের ভাগ্য ফেরাবে পাঠান, জ্যোতিষবিদের উপদেশ

0
30

সালটা ১৯৯২ দিল্লি থেকে আসা শাহরুখ খানের বলিউডে অভিষেক হল দিওয়ানা ছবি দিয়ে। তার পর থেকে একের পর এক হিট ছবি উপহার হয়ে উঠলেন কিং খান আর বাদশা অফ বলিউড। ইদানিং বেশকিছু ছবির সেই ভাবে সাফল্য না পেলেও তাঁর রাজত্বে বিন্দুমাত্র ফাটল ধরেনি।

কিন্তু শেষ কয়েকটি ছবি একের পর এক ফ্লপ হওয়ায় বেশকিছুটা বিরতি নিয়েছিলেন শাহরুখ, নিজেকে খানিকটা সরিয়ে নিয়েছিলেন সকলের সামনে থেকে। এরপরই কামব্যাকের কথা ঘোষণা পাঠান ছবির হাত ধরে।

- Advertisement -

আরও পড়ুনঃ সন্তানের জন্মের আগে বাংলা ছবি দেখতে চান Ranbir Kapoor, কেন জানেন

শোনা যাচ্ছে পাঠান ছবি রমরমিয়ে চলবে প্রেক্ষাগৃহে এমনই ভবিষ্যৎবাণী অনেকে। এবার জ্যোতিষবিদ জগন্নাথ গুরুজি কইমই-কে জানালেন এক চিন্তার খবর। ছবি ভাগ্য ফেরালেও চিন্তা বাড়াবে শাহরুখের স্বাস্থ্য।

৫৭ বছর বয়সী কিং খানের শরীরচর্চায় কোনও খামতি নেই। তবে বয়সের সঙ্গে সঙ্গে চিন্তায় ভেঙেছে শরীর। যার ফলে এই ভবিষ্যতবাণী রীতিমত চিন্তায় ফেলেছে সকলকে।

এই খবরে বিশেষ করে বাদশা অফ বলিউডের ভক্তদের রাতের ঘুম উড়ল, আগামী বছর কিং খানকে শরীরের প্রতি যত্ন নিতে উপদেশ দেওয়া হয়েছে এই গণনায়। ফলে ছবি যে হিট হবে তা অনুমান করা গেলেও, কিং খানের শরীর খারাপের প্রসঙ্গ মন খারাপ করল ভক্তদের।