সুহানার জন্মদিনে মেয়ের বিয়ের প্রস্তাব পেলেন গৌরি খান

0
95

মুম্বই: সদ্য ২০টি বসন্ত পার করে ২১-এর দিকে পা দিলেন ও শাহরুখ খান এবং গৌরী খানের একমাত্র মেয়ে সুহানা খান। ২১-এ পড়তে না পড়তেই মেয়ের বিয়ের সমন্ধ পেলেন গৌরি খান।

গত শনিবার অর্থাৎ ২১ শে মে ছিল সুহানার জন্মদিন। তবে এইসময় মেয়ে গৌরির কাছে নেই। অনেকটা দূরে থাকলেও ভার্চুয়ালী মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান গৌরি খান। মেয়ের একটি সুন্দর ছবি দিয়ে  জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিলেন। লিখেছেন, ‘শুভ জন্মদিন তোমার মা তোমাকে সর্বদা ভালোবাসে’। এরপর অনেক অনুরাগীরা এই দিন সুহানাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

- Advertisement -

অনেকে নানান কমেন্ট করেছেন। তবে এর মাঝে একজনের কমেন্ট দেখে বহু মানুষ হতবাক। সেই পোস্টের নীচেই সুহেব নামে এক জনৈক ব্যক্তি সোজাসুজি কোনো লাজ লজ্জা না করেই গৌরি খানকে নিজের বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন। তিনি গৌরিকে বিয়ে করার কথা বলেননি। সেই জনৈক ব্যক্তি সুহানাকে বিয়ে করার ইচ্ছা জানালেন। লিখলেন, ‘গৌরী ম্যাম আমার বিয়ে সুহানার সঙ্গে করিয়ে দিন। আমার মাসিক বেতন ১ লক্ষেরও বেশি’।

সুহেব নামের ওই যুবকের মন্তব্য কোনো বাকি নেট ইউজারের চোখ এড়াইনি বরং, সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে এই কমেন্ট দেখে গৌরি বা শাহরুখ কেউ কোনো প্রতিক্রিয়া করেননি। তবে এই কমেন্ট বেশ ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন সুহেবের বেতন শুনে শাহরুখ কী মন্তব্য করবেন? তিনি কি এই সমন্ধ মেনে নেবেন। তা অবশ্য সময় আসলে জানা যাবে।

উল্লেখ্য, বর্তমানে সুহানা নিজের পড়াশোনার জন্য রয়েছে নিউ ইয়র্কে। ২১ মে মা-বাবাকে ছাড়াই নিজের ২১ তম জন্মদিন বিদেশেই কাটিয়েছেন। মুম্বইয়ের ধীরুভাই আম্বানী ইনসটিটিউশন থেকে স্কুলের পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজের পর এখন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সিনেমা নিয়ে পড়াশুনা করেছেন সুহানা। ভবিষ্যতে এই তারকা কন্যা নিজের পড়াশোনা শেষ করে ফিল্ম ইন্ড্রাস্টিতে পা রাখবেন। তার জন্যই চলছে নানান প্রস্তুতি।