Jr NTR : আরআরআর খ্যাত অভিনেতার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছা বার্তার ঢল

0
56

বিনোদন ডেস্ক : আজ ২০ জুলাই আর আর আর খ্যাত অভিনেতা ভীম ওরফে ভক্ত মহলের প্রিয় ‘জুনিয়র এনটিআর’-এর জন্মদিন। চলতি বছরে ৩৯-এ পা দিলেন অভিনেতা।এদিন অভিনেতার ৩৯ তম বার্থ ডে সেলিব্রেশনে মাতলেন অনুরাগীবৃন্দ।

আরও পড়ুনPallavi Dey death : পুলিশের জেরার মুখে এবার Bhavana Bannerjee

টুইটার, ইন্সটাগ্রাম, ফেসবুক সোশ্যাল মিডিয়ার কোনো অংশ বাদ রাখেননি ভক্তরা। হ্যাজট্যাগ HBDManOfMassesNTR ট্রেন্ডে গা ভাসিয়েছেন প্রায় সকলে। বাদ যাননি তারকামহলও। ‘Man Of Masses NTR’ থেকে শুরু করে ‘One of the greatest actors of this generation and an all-rounder’ একাধিক শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে অভিনেতার সোশ্যাল সাইট।

আরও পড়ুনChetana Raj : চাঞ্চল্যকর তথ্য, দু’নম্বরি কসমেটিক সেন্টারে সার্জারি করিয়েছিলেন অভিনেত্রী

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতার বহু প্রতীক্ষিত তেলুগু ছবি ‘আরআরআর’। ৩৩৬ কোটির ছবি এক দিনেই ব্যবসা করেছে ১৫৬ কোটি। এই ছবিটি একই সঙ্গে তামিল, কন্নড়, মালয়ালি ও হিন্দিতেও মুক্তি পেয়েছে। এই ছবিতে আলাদা করে দর্শকের নজর কেড়েছেন ছবির অন্যতম অভিনেতা দক্ষিণী নায়ক জুনিয়র এনটিআর’। ছবির জন্য এনটিআর বাড়িয়েছেন ৯ কিলোগ্রাম পেশীভর।