পিতৃহারা হলেন বলিউডের বিখ্যাত অভিনেতা ফ্যামিলি ম্যান খ্যাত মনোজ বাজপেয়ী

0
42

পূর্বাশা দাস: পিতৃহারা হলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। আজ সকালে অভিনেতার পিতা আর.কে বাজপেয়ী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েকদিন ধরে রোগভোগের পর আজ তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

গত মাসে অসুস্থতার কারণে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মনোজ বাজপেয়ী এর বাবাকে। সেই সময় নিজের ছবির কাজে ব্যস্ত ছিলেন মনোজ। শুটিংয়ের জন্য কেরলে ছিলেন অভিনেতা। বাবার অসুস্থতার খবর পাওয়া মাত্রই নিজের কাজ স্থগিত রেখে বাবার কাছে ছুটে এসেছিলেন অভিনেতা।

- Advertisement -

পরিবারের সঙ্গে দৃঢ় বন্ধনের কথা বার বার স্বীকার করেছেন মনোজ। বিভিন্ন সাক্ষাৎকারে ফ্যামিলি ম্যান খ্যাত এই অভিনেতা বারংবার জানিয়েছেন তাঁর বেড়ে ওঠার কথা। বিহারের একটি প্রত্যন্ত গ্রাম থেকে কীভাবে অভিনয় জগতে এসেছেন সে সব কথাই অকপটে জানিয়েছেন মনোজ।

মাত্র আঠারো বছর বয়সে বিহার থেকে দিল্লিতে এসে দিল্লি বিশ্ববিদ্যালয়ে  ভরতি হয়েছিলেন তিনি। কারণ অভিনেতা মনোজ বাজপেয়ী বাবা চেয়েছিলেন তিনি পড়াশোনা চালিয়ে যান। বাবার কথাতেই পড়াশোনার পাঠ শেষ করে অভিনয় জগতে আসেন মনোজ। মনোজের বাবার প্রিয় অভিনেতা ছিলেন মনোজ কুমার। প্রিয় অভিনেতার নামানুসারেই ছেলের নাম রেখেছিলেন মনোজ। এমন কথাও জানিয়েছেন অভিনেতা।