ড: অনুভব ফেরাচ্ছেন ড: উজান কে

0
7959

অর্পিতা দাস: এক‌ই চেহারা, একই কথা বলার ধরন, কাজের প্রতি সিরিয়াসনেস- এক ঝটকায় দর্শকেরা যেন ফিরে গেলেন ১১ বছর আগে। ডাক্তার অনুভব যেন দর্শকদের ফিরিয়ে দিলেন ডাক্তার উজান কে।

১১ বছর আগে টিউলিপ নার্সিং হোমের সেই গম্ভীর, ব্যক্তিত্ববান Cardiologist ডাক্তার উজানকে আজও ভোলেনি কেউ। ডাক্তার উজান অভিনেতা ঋষি কৌশিকের জীবনেও অত্যন্ত কাছের এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। ২০১০ পর ২০২১ এ কালার্স বাংলার ‘সোনা রোদের গান’ ধারাবাহিক এর মাধ্যমে আবারও ডাক্তারের চরিত্রে দর্শকদের সামনে আসতে চলেছেন ঋষি কৌশিক। প্রকাশ্যে এল এই ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো, যেখানে ডাক্তার অনুভব এর সঙ্গে দেখা হচ্ছে আনন্দীর।

জীবনের এক কঠিন পরীক্ষায় নতুন এক প্রশ্নের মুখোমুখি আনন্দী, যার কিছুটা ডাক্তার অনুভব সামনে নিলেও বড় দায়িত্ব নিতে হবে আনন্দীকেই। এই প্রোমোর মাধ্যমে দর্শকরা যেন ১১ বছর পিছিয়ে গেলেন, ডাক্তার অনুভব আসলে দর্শকদের মনে করিয়ে দিলেন ডাক্তার উজানের কথা। এত বছর পর আবার ডাক্তারের চরিত্রে ঋষি কৌশিক, স্বাভাবিকভাবেই জনপ্রিয় ধারাবাহিক এখানে আকাশ নীল এর কথাই মনে পড়ে যাচ্ছে দর্শকদের।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ঋষি কৌশিকের অনুরাগীরা লিখতে শুরু করেন, ডাক্তার উজান কেই যেন আবার ফিরে পাচ্ছেন তারা, আজও তাকে ভোলেন নি কেউ। তবে প্রাথমিকভাবে এক মনে হলেও ডাক্তার উজান এবং ডাক্তার অনুভব এর মধ্যে পার্থক্য তো আছেই, একে অপরের থেকে কতটা আলাদা এবং অভিনেতা ঋষি কৌশিক উজানের থেকে অনুভবকে নিজের অভিনয়ের মাধ্যমে কতটা আলাদা করতে পারবেন, তা জানার জন্য অবশ্যই দেখতে হবে কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘সোনা রোদের গান’।

- Advertisement -