বছর ঘুরতে না ঘুরতেই নতুন বর খুঁজে পেলেন দেবলীনা কুমার

0
169

কলকাতা: গত বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে প্রায় এক সপ্তাহ ধরে নিজেদের বিয়ের অনুষ্ঠান করেন গৌরব ও দেবলীনা। তবে দেবলীনার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভবিষ্যতে তাঁর স্বামী গৌরব নয় বরং অন্য কোন পুরুষ, ব্যাপারটা কি?

একের পর এক সংসার ভাঙার গল্প বাড়ছে টলিউডে। নুসরত জাহান-নিখিল জৈন, শ্রাবন্তী চট্টোপাধ্যায় রোশন সিং- ক্রমশ জটিল হচ্ছে তাঁদের মধ্যে সম্পর্ক। কি ভাবছেন? সদ্য বিবাহিত দেবলীনা ও গৌরবের জীবনেও হতে চলেছে তেমন কিছুই? একদমই তা না।

- Advertisement -

গৌরব এবং দেবলীনা দারুণ সংসার করছেন, এই লকডাউনে প্রায় সময়ই গৌরবকে নিজে হাতে রান্না করে দিচ্ছেন দেবলীনা। শুধু সংসারেই সময় কাটাচ্ছেন এমনটা নয়, বাবা দেবাশীষ কুমারের সঙ্গে সেফহোম গড়ে তোলার কাজেও বাবার পাশে রয়েছেন দেবলীনা এবং গৌরব।

তবে হঠাৎ ভবিষ্যতের স্বামীর ছবিতে গৌরবের বদলে কেন অন্য পুরুষের ছবি? পুরোটাই অ্যাপের খেলা। এমন নানান অ্যাপ আছে যেখান থেকে ভবিষ্যতে কি হবে তা নিয়ে মজার মজার ছবি এবং লেখা পাওয়া যায়।

তবে সেগুলি সত্যি নয়, পুরোটাই মজা। তাই মজা করেই এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দেবলীনা। এই পোস্ট দেখে তাঁর দুই ননদ আবার বলতে শুরু করেছেন, আমাদের নতুন জামাই বাবু। কারণ ননদ-বৌদির সম্পর্কের চেয়েও তাঁদের মধ্যে অনেক বেশী বন্ধুত্ব এবং দিদি ও বোনের সম্পর্ক।

সর্বোপরি এই পুরুষ আর কেউ নন, জনপ্রিয় অভিনেতা মিকেলে মোরোনে। তাই দেবলীনা এই পোস্ট না করে আর থাকতে পারলেন না। যদিও গৌরব এখনো এই বিষয়ে কোন কমেন্ট করেননি। কিন্তু অনেকেই বলেছেন মিকেলের চেয়ে গৌরব অনেক ভালো।