প্রপোজ ডে-তে রুক্মিণীর বদলে কার প্রপোজাল পেলেন দেব, দেখে নিন

0
313

অর্পিতা দাস: ভালোবাসার সপ্তাহে আজ মনের কথা বলার দিন অর্থাৎ প্রপোজ ডে। এমন দিনে বহু মহিলা অনুরাগীদের থেকে নিশ্চয়ই প্রপোজাল পান অভিনেতা দেব। কিন্তু এই বছর দেবকে প্রপোজাল দিলেন প্রযোজক রানা সরকার। ব্যাপারটা কি?

 

- Advertisement -

সোমবার সকালে প্রযোজক রানা সরকার সোশ্যাল মিডিয়ায় হঠাৎই লেখেন, “আমি দেব কে প্রপোজ করছি।” প্রথম লাইনটা দেখে এমন ভাবেই চমকে ওঠার মত। তবে তারপর দেবকে প্রপোজ করার আসল কারণ খোলসা করেন প্রযোজক।

 

দেব- এর চেয়েও বরং বাংলা ছবি দর্শকদের প্রতি প্রেম অনুভব করেই রানা সরকারের এই প্রপোজাল। ২০১৬ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব ও শুভশ্রী অভিনীত ধূমকেতু ছবির শুটিং হয়। কিন্তু তারপরে নানান কারণে এই ছবির মুক্তি আটকে যায়।

ধুমকেতু দেবের অন্যতম প্রিয় একটি ছবি। যেখানে প্রথমবার একদম অন্যরকম বয়স্ক লুকে দেখা যাবে দেবকে, পাশাপাশি দেব শুভশ্রী জুটি ও ছবির গল্প- সবদিক থেকেই ধূমকেতু নিয়ে সকলের প্রত্যাশা খুব বেশি। কিন্তু নানান কারণে প্রযোজক রানা সরকার সেই ছবি আটকে রাখেন।

এই ছবির সহ-প্রযোজক দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস অর্থাৎ দেব নিজে। দেব নিজেও বহুবার এই ছবি নিয়ে মুক্তির কথা বলেছেন। কিন্তু রানা সরকার সেটা হতে দেননি। আজ হঠাৎই ধূমকেতু নিয়ে দেবকে দারুণ এক প্রপোজাল দেন রানা সরকার। তার কথায় সকল দেব শুভশ্রী অনুরাগীদের জন্য দেবের সঙ্গে সমস্যা মিটিয়ে ছবি মুক্তির কথা ভাবছেন তিনি। শেষ এও লেখেন, “সবাই তোমার উত্তরের অপেক্ষায় আছি। Love নিও।”

 

শুধুমাত্র মজা করেই রানা সরকার এই প্রপোজাল দিয়েছেন নাকি সত্যিই এবার সমস্যা মেটাতে চাইছেন তিনি? সেটা বলবে সময়। তবে এখন‌ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে কোনো উত্তর দেননি দেন দেব। ধূমকেতুর মতো ভালো বাংলা ছবি মুক্তি পাক- সকলের মতন টিম খাসখবরের পক্ষ থেকে রইল এই শুভকামনা।