জিম করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত কমেডিয়ান Raju Srivastava

0
69
Raju Srivastav
Raju Srivastav

বিনোদন ডেস্ক : দুঃসংবাদ, জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব অনুরাগীদের। জিম করতে গিয়ে আচমকাই হৃদ রোগে আক্রান্ত জনপ্রিয় কমেডিয়ান। আপাতত দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

বিটাউন সূত্রে খবর, হোটেলে জিম ওয়ার্ক করছিলেন কৌতুক অভিনেতা। হঠাৎই মেঝেতে লুটিয়ে পড়েন তিনি, তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। আপাতত চিকিৎসা চলছে রাজু শ্রীবাস্তব-এর। এখনও অবধি তাঁর স্বাস্থ্যের কোনো আপডেট সামনে আসেনি।

- Advertisement -

বলিউডের জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। একাধিক টিভি শো, চলচিত্রে মন কেড়েছেন তিনি। বিগত বেশ কয়েক বছর ধরেই মানুষকে হাসিয়ে আসছেন অভিনেতা। শুধু দেশ নয় বিদেশেও স্টেজ শো করেছেন।Maine Pyar Kiya, Baazigar, Bombay to Goa মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ শো-তে জনপ্রিয়তা কাড়েন তিনি, শো না জিতলেও এখান থেকেই দর্শক মহলের মন জিতে নেন কৌতুক অভিনেতা।