করণ কুন্দ্রার সঙ্গে ব্রেকআপ, ফের নতুন সম্পর্কের পথে অনুষা

0
155

মুম্বই: চলতি বছরের শুরুতেই পুরোনো সম্পর্ক ভেঙে দেওয়ার কথা জানান জনপ্রিয় ভিজে অনুষা দান্ডেকর। এই রিলেশন থেকে নিজেকে মুক্তি দেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন তিনি। টেলিভিশনের এক অন্যতম জনপ্রিয় তারকা করণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তারপর এই প্রেমের সম্পর্কে শুধু ইতি টানেননি অনুষা, বরং জানান তাঁকে ‘ধোঁকা দেওয়া হয়েছে’।

তবে কয়েক মাস যেতে না যেতেই আবার নতুন সম্পর্কে জড়ালেন অনুষা। গত কয়েকদিন ধরেই বিগ বস সিজন ১০-র প্রতিযোগী জেসন শাহের সঙ্গে অনুষার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। অবশেষে এই সম্পর্কের কথা নিজেই জানালেন জেসন। তাঁদের এই নতুন সম্পর্কের কথা জানতে পেরে বেজায় খুশি অনুরাগীরা।

- Advertisement -

এই মডেল বলেন, ”একটি মিউজিক ভিডিওর শুটিং সেটে পরিচয় হয় তাঁদের। আমি অনুষা এবং ওর দিদি শিবানীকে দীর্ঘদিন ধরে চিনি। তবে গত কয়েক সপ্তাহে অনুষার সঙ্গে আমার গভীর বন্ধুত্ব হয়েছে। ও খুব সুন্দরী, শুধু তাই নয় ওর মনটা খুব সুন্দর। জীবনের প্রতিটা মুহূর্তও সঠিকভাবে বাঁচতে জানে। ওঁর এই বিষয়টাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কয়েক দিন ধরেই আমরা একে অপরকে ডেট করছি।”

এই অভিনেতা আরও জানান, গত তিন বছর ধরে ভালোবাসার সম্পর্ক থেকে দূরেই ছিলেন তিনি। আমাদের মধ্যে একটা কসমিক কানেকশন রয়েছে, আশা করছি ভবিষ্যতে এই সম্পর্কটা আরও মজবুত হবে। করণ কুন্দ্রার সঙ্গে ব্রেক আপ নিয়ে বৃহস্পতিবারই ইনস্টাগ্রামে বিস্ফোরক মন্তব্য করেন অনুষা।

এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি লেখেন, ”আমি যতটা না কষ্ট পেয়েছি, তার থেকে বেশি অবাক হয়েছি। নিজের ওপর রাগ হচ্ছিল এটা ভেবে যে এতদিন আমি নিজের ওপর হওয়া অন্যায় কীভাবে মেনে নিয়েছি।”