লকডাউনে ভাল সময় কাটাচ্ছেন ক্যাটরিনা

0
240

মুম্বই: লকডাউনের পর থেকেই প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটিরা ঘরবন্দি অবস্থায় কি করছেন তা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে। সেই তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ-ও। তিনি তাঁর ঘরবন্দির দিনগুলি কীভাবে কাটাছেন তা তাঁর ইনস্টাগ্রাম বিউটি ব্র্যান্ডের প্রোফাইলে শেয়ার করছেন।

তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর ওয়ার্ক ফ্রম হোমের জন্য তৈরি স্পেশাল ডেস্কের ছবি। ছবিতে দেখা গিয়েছে, সাধারণ পোশাক পরে ক্যাটরিনা তাঁর ল্যাপটপে কাজ করছেন। পোস্টের ক্যাপশনে সে লিখেছে, “আপনার ড্রেসিং টেবিল কিংবা ডাইনিং টেবিলটিকে একটি ওয়ার্ক স্টেশনে পরিণত করেছেন? তাহলে হাই ফাইভ! ঘরে বসে আপনার কাজের জায়গাটি আমাকে দেখান।”

- Advertisement -

এর আগেও ক্যাটরিনা তাঁর ঘরবন্দি সময়কে কাজে লাগিয়ে তাঁর অনুগামীদের কীভাবে জল কম খরচ করে বাসন মাজা যায় এবং ধোয়া যায় সেই টিপস দিয়েছিল। তাঁকে দেখাদেখি কার্তিক আরয়ানও তাঁর বাসন মাজার ছবি শেয়ার করেছিল ইনস্টাগ্রামে। সেই ভিডিওতে ক্যাটরিনা বলেছিল, যেহেতু বাড়িতে সাহায্যকারীরাও ঘরবন্দি রয়েছে। তাই আমি আর আমার বোন ইসাবেল ভাবলাম একটু ধোয়াধুয়ি করা যাক। আমি ভাবলাম একটু পেশাদার টিউটোরিয়ালও দেওয়া যাবে।

ক্যাটরিনা তাঁর বাড়িতে ওয়ার্ক আউটের ভিডিও পোস্ট করেছিল ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেই পোস্টে ক্যাটরিনাকে তাঁর ট্রেইনার ইয়াস্মিন করাচিওয়ালা-এর সঙ্গে দেখা গিয়েছিল। পোস্ট শেয়ার করে সে লিখেছিল, জিমে যেতে পারছি না। তাই বাড়িতে আমি আর ইয়াস যেই ওয়ার্ক আউট করছি তা শেয়ার করলাম। সবাই সাবধানে থাকুন এবং পারলে অ্যাক্টিভ থাকুন।

প্রসঙ্গত, ক্যাটরিনার পরবর্তী ছবি ‘সূর্যবংশী’ মুক্তি পাওয়ার কথা ছিল মার্চে। কিন্তু করোনার জেরে সেই ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। কবে মুক্তি পাবে সেই বিষয় কিছু জানানো হয়নি। রোহিত  শেটি পরিচালিত এই সিনেমায় ক্যাটরিনার সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার।