বিগ বি কে নাচাল বাদশা 

0
75

মুম্বই: বলিউডের বিগ বির সঞ্চালনায় অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল কৌন বনেগা ক্রোড়পতি। প্রতি সপ্তাহে সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন বলিউডের অভিনেতা, অভিনেত্রী থেকে সঙ্গীত শিল্পীরা।

প্রায়শই কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে আসে অভিনেতা- অভিনেত্রীদের জীবনের নানান অজানা কথা। আগামী পর্বে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী বাদশা। তবে তিনি কেবিসির মঞ্চে এসে ঘটিয়েছেন একটি মজার কাণ্ড। স্বয়ং অমিতাভ বচ্চন নাচ করেছেন তাঁর সঙ্গে। এবং বাদশার সঙ্গে নাচের মুহূর্তের সেই ছবি বিগবি নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ক্যাপশানে অভিনেতা লিখেছেন, ” ..yo..doing the cool dude with the BADSHAH.”

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

ছবি দেখেই বোঝা যাচ্ছে দু’জনেই বেশ আনন্দ পেয়েছেন নাচ করে। নেটিজেনরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন এপিসোডে তাদের নাচ দেখার জন্য। বলাবাহুল্য, এর আগে বাদশার গানে নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ থেকে ওয়ারিনা হুসাইন। তবে এই প্রথমবার বাদশার সঙ্গে নাচতে দেখা গেল বলিউডের বিগ বি কে।