ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন ‘ভিকি ডোনার’ খ্যাত অভিনেতা

0
4809

মুম্বই: ২০২০ সালে করোনা মহামারীতে জর্জরিত সমগ্র বিশ্ব। এরই মাঝে চলে গিয়েছেন হলি-বলি-টলির বহু গণ্যমান্য ব্যক্তি। সিনে দুনিয়ায় আবারও নক্ষত্রপতন ঘটল। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ‘ভিকি ডোনার’ খ্যাত অভিনেতা ভূপেশ পান্ডিয়া।

আরও পড়ুন: করোনার কারণে প্রশ্নের মুখে অন্তরঙ্গতা, স্পর্শ ছাড়াই থাকতে হবে বিগ বস হাউসে

- Advertisement -

বহুদিন আগেই এই মারণ রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছিল। ‘ভিকি ডোনার’, ‘পরমাণু’-এর পাশাপাশি ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘দিল্লি ক্রাইম’, ‘গান্ধী টু হিটলার’-সহ একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। নিয়মিত থিয়েটারও করতেন তিনি।

বলিউডের এই অভিনেতার মৃত্যুর পর অনেক মানুষই তাঁকে শ্রদ্ধা জানিয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, গিরিরাজ রাও,চলচ্চিত্রকার মুকেশ ছাবরা সহ অন্যান্য সেলেবরাও।
ন্যাশনাল স্কুল অফ ড্রামার তরফেও ভূপেশ পান্ডিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

আরও পড়ুন: স্তন আসল কিনা জানতে চেয়ে ছুঁয়ে দেখার প্রস্তাব পেয়েছিলেন শার্লিন চোপড়া

ক্যানসারের স্টেজ ফোর থাকাকালীন সময়ে তাঁর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেছিলেন মনোজ বাজপেয়ী, গিরিরাজ রাও , রাজেশ তৈলাং। কিন্তু শেষ পর্যন্ত এই মারণ রোগের সাথে যুদ্ধ জয় করতে না পেরে মৃত্যু বরণ করলেন তিনি।