Amitabh bacchan Trolled : প্রজাতন্ত্র দিবসে একি করলেন বিগ বি

0
143

বিনোদন ডেস্ক : বলিউড স্টার অমিতাভ বচ্চন ,এক ডাকে যাকে চেনেন সবাই। যার কন্ঠস্বরের ভারিত্বে আজও পাগল শত শত মহিলা। শুধু তাই অভিনয় জগতে বর্তমান প্রজন্মের কাছে তিনি দেবতার সমান। ভারতীয় চলচ্চিত্র জগতে যার অবদান অনস্বীকার্য। সেই অমিতাভের এতো বড়ো ভুল ! প্রজান্ত্র দিবসের দিন শেষে নিজের দেশকে অপমান ! অভিনেতার এমন কাজে ক্ষুব্ধ নেটিজেন

এদিন বুধবার প্রজান্ত্র দিবস উপলক্ষে বিগ বি অমিতাভ নিজের একটি ছবি পোস্ট করেন। নিজের ইন্স্টাগ্রাম হ্যান্ডেল থেকে এছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “গনতন্ত্র দিবসে অনেক অনেক শুভকামনা”। এ অবধি সব‌ ঠিকই ছিল , তারপরেই শুরু হয় আসল গলদ। শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে বিগ বি ভারতীয় পতাকার বদলে বিদেশি দেশের এক পতাকা দিয়ে দেয়। যদিও ভারতীয় পতাকার বদলে বললে ভুল হবে , এক গুচ্ছ ভারতীয় পতাকার মাঝে একটি বিদেশি পতাকা দিয়ে ফেলেন তিনি। তারপরই শুরু হয় তুমুল সমালোচনা। ‘কি নেশা করে পোস্ট করেছেন’,বলে মন্তব্য নেটিজেনদের। আবার কেউ কেউ বলেছেন, “আপনার সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কি আরাধ্যা এই পোস্টটা করেছে !”, আবার কেউ লিখেছেন, ‘দারুন দেশভক্তি’। সেই সঙ্গে অভিনেতার পতাকা রং-এর বেয়ার্ডের কারনেও ট্রোলের শিকার হতে হয় তাঁকে। “বেয়ার্ডে পতাকা রং করা আপনার উচিত হয়নি”, “সেলিব্রেটি বলে কি যা নয় তাই করবেন”, আবার একজন লিখেছেন,”এটা আমাদের দেশের পতাকার রং যদি আপনার দাড়ি বা গোফ রং করানোরই থাকে তাহলে আপনি গোদরেজ কালার দিয়ে রং করান।” একাধিক কমেন্টে ভরে গিয়েছে অভিনেতার কমেন্ট বক্স।

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

প্রসঙ্গত, অমিতাভকে শেষ দেখা গিয়েছে ‘চেহেরে’ সিনেমায়। এছাড়া ২০২২ এ আয়ান মুখোপাধ্যায়ে ‘ব্রহ্মাস্ত্রে’ দেখা মিলবে তাঁর। এছবিতে অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আলিয়া-রণবীরকে। এছাড়া অজয় দেবগনের ‘রানওয়ে ৩৪’, নাগরাজ মঞ্জুলের ‘ঝুণ্ড’এবং হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’র হিন্দি রিমেকে দেখা মিলবে বিগ বি’র।