Kabir Singh-এর সেটেই শাহিদ’কে চড় মারতে ইচ্ছে করেছিল : Kiara Advani

0
54

বিনোদন ডেস্ক : ২০১৭ সালে তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি রিমেক কবীর সিং। ছবি মুক্তি পাওয়ার পরও সোশ্যাল মিডিয়া জুড়ে তুলকালাম। কেউ ছবির প্রশংসায় পঞ্চ মুখ , তো আবার কেউ কবীর সিং ওরফে শাহিদ কাপুরের নারী নির্যাতনের ওপর প্রশ্ন তুলেছিলেন। ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছে হিরো কবীর সিং নায়িকা প্রীতি ওরফে কিয়ারা আডবানী’কে চড় মারছেন। কয়েক সেকেন্ডের ওই ঠাসিয়ে চড় মেনে নিতে পারেননি সমাজের বেশ কিছু মানুষ। এই নিয়ে একাধিকবার নানান সমালোচনা হয়েছে। কিন্তু চড় খেয়ে কখনও কি কিয়ারার ইচ্ছে হয়নি শাহিদকে ঠাসিয়ে এক চড় মারতে ?

আরও পড়ুন: KK: “খুব মিস করি তোমায়…খুব কষ্ট হয়”, জন্মদিনে মেয়ে-বউয়ের শুভেচ্ছা বার্তায় চোখে জল অনুরাগীদের

- Advertisement -

এদিন করণ জোহরের Koffe With Karan-এ এসে এই প্রশ্নেরই উত্তর দেন অভিনেত্রী। করণের প্রশ্নে সপাট জবাব কিয়ারার, “ইচ্ছে করছিল কবীর সিং-এর সেটেই ওকে এক চড় মারি।” তারকার উত্তর শুনে হতবাক সঞ্চালক। তবে কারণটা শ্যুটের ওই দৃশ্য নয়, অভিনেত্রী জানান, একবার শহীদের জন্য আমাকে ৮ ঘন্টা অপেক্ষা করতে হয়, পরে জানতে পারি ও পরবর্তী শটে কি জুতো পরবে সেই নিয়ে সিদ্ধান্ত নিচ্ছিল।

আরও পড়ুন: “Finally bollywood is back”, ‘বিক্রম বেদা’-র টিজার দেখে মুগ্ধ নেটিজেন

সম্প্রতি Koffee with karan সিজন ৭-এর পরবর্তী এপিসোডে দেখা যাবে কবীর সিং জুটিকে। আগামী ২৫ আগস্ট ১২টা নাগাদ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই এপিসোড।