KK: “খুব মিস করি তোমায়…খুব কষ্ট হয়”, জন্মদিনে মেয়ে-বউয়ের শুভেচ্ছা বার্তায় চোখে জল অনুরাগীদের

0
72

বিনোদন ডেস্ক: মে মাসের শেষের দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সঙ্গীত শিল্পী KK। আজ দু-আড়াই মাস হত চলল, সময় পেরিয়েছে কিন্তু গায়কের স্মৃতি আজও টাটকা। তাঁর পরিবারের কাছে তাঁর ভক্তদের কাছে। গতকাল ছিল তারকার জন্মদিন, বেঁচে থাকলে ৫৪-এ পা দিতেন তিনি।

আরও পড়ুন: অনুব্রতর এবার পালা জেল হেফাজতের, আবেদন করতে পারে CBI

- Advertisement -

জন্মদিনে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রয়াত স্বামীর ছবি শেয়ার করে জ্যোতি লেখেন, “শুভ জন্মদিন সুইটহার্ট, অনেক ভালোবাসি তোমায় খুব মিস করি।খুব কষ্ট হয় তোমার জন্য।” ছবিতে দেখা যাচ্ছে তরুণ কেকে স্ত্রী জ্যোতিকে ধরে আছেন। তখনও তাঁদের বিয়ে হয়নি। সঙ্গীর শিল্পীর মেয়ে নিজেও একজন গায়িকা তিনি লেখেন,”শুভ জন্মদিন বাবা, খুব মিস করছি তোমায়, এই নিয়ে ৫০০ বার তোমাকে শুভেচ্ছা জানালাম। আজকের দিনে ঘুম থেকে উঠে কেক খাওয়াটা মিস করছি, নিশ্চয়ই তুমি ওখানে অনেক কেক খাচ্ছ। তবে চিন্তা করো না আজকের দিনে মা’কে আমরা একটুও কষ্ট পেতে দেব না। আমরা সারাক্ষণ বিরক্ত করব জাতে মা খুব রেগে যায়।

 

View this post on Instagram

 

A post shared by Taamara (@taamara.krishna)

আরও পড়ুন: “Finally bollywood is back”, ‘বিক্রম বেদা’-র টিজার দেখে মুগ্ধ নেটিজেন

সঙ্গীত জীবন শুরু করার আগেই 1991 সালে ছোটবেলার বন্ধু, প্রথম প্রেম জ্যোতিকে বিয়ে করেন সঙ্গীত শিল্পী KK। কপিল‌ শর্মা শো-এ এসে তিনি জানান স্ত্রী জ্যোতিই তাঁর প্রথম ভালোবাসা। তাঁর দুই সন্তান কুন্নথ নকুল, কুন্নথ তামারা। Hum Dil De Chuke sanam-এর ‘Tadap tadap’ গান দিয়ে প্রথম লাইমলাইটে আসেন সঙ্গীত শিল্পী। তবে Maachis ছবির Chhod Aye Hum দিয়ে বলিউডে প্রথম হাতে খড়ি KK-র। গায়ক হিসেবে কেরিয়ার শুরুর আগে তিনি ৩৫০০ টি জিঙ্গেলস গান গান।