প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী Ananya Chatterjee

0
232

বিনোদন ডেস্ক: ফের শোকের ছায়া বলিউডে, না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় টলি অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়।  ছোট পর্দার বেশ পরিচিত মুখ ছিলেন অনন্যা। জানা গিয়েছে, ফুসফুসে সংক্রমণ জনিত কারণে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না, জীবন যুদ্ধে হার মেনে এদিন শুক্রবার সকালে প্রয়াত হন অভিনেত্রী। বহু ধারাবাহিকে কাজ করেছেন। বেশি তাঁকে নায়িকার মায়ের চরিত্রে দেখা গিয়েছে।

অনন্যা চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ভেঙে পড়েছে টলিউড। কিছুতেই তাঁর চলে যাওয়ার খবর মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “ওপারে ভালো থেকো অনন্যাদি।” সেই ফেসবুক পোস্টই শেয়ার করে অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, “ভালো মানুষ বেশিদিন থাকে না এই দুনিয়ায় আবারও তুমি প্রমাণ করে দিলে অনন্যা আন্টি। তোমার সাজেশান মাথায় রেখে লড়াই করে যাব। ওপারে ভালো থাকা যায় কিনা না গেলে জানতে পারব না। তবে মনটা খারাপ ভীষণ। দেখা হয়নি, কখনও জানিনা আর দেখা হবে কিনা…।”

- Advertisement -

২০০৪ সালে ‘পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে’ ছবিতে অভিনয় করেছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেন, অনিন্দিতা সর্বাধিকারি।ছবিটি বেশ কয়েকটি জায়গা থেকে সেরা টেলিফিল্মের পুরস্কার পায়। সম্প্রতি ‘সোনা রোদের গান’ বলে একটি ধারাবাহিকে কাজ করছিলেন অনন্যা।